সবুজ ত্রিপুরা
৪ জানুয়ারি
বিশালগড় প্রতিনিধিঃ রাজ্যের প্রতিটি আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন মাইক্রোফাইন্যান্স। আর এই মাইক্রোফাইন্যান্স এর ফাঁদে পা দিয়ে বিভিন্নভাবে হয়রানি শিকার হতে হচ্ছে ঋণগ্রহণকারী
পরিবারগুলোকে। এবার ঋণ গ্রহণকারী যুবককে বিভিন্নভাবে হুমকি দিল এক মাইক্রো ফাইনান্স কোম্পানির কর্মী। ঘটনা বিশালগড় এ অভিযোগ আশীর্বাদ নামক এক মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে। জানা যায় বিশালগড় মহাকুমার গকুলনগর ১ নং গেইট এলাকার রবি অধিকারী এক ব্যক্তি আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স কোম্পানি
থেকে ৩০০০০ টাকা নিয়েছিল এবং প্রতিমাসে কিস্তি দিয়ে যাচ্ছে কিছুকিছু ক্ষেত্রে কিস্তি দিতে দেরি হয় এবং ফাইন দিয়ে সেই কিস্তি মিটিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার তার কিস্তির তারিখ এবং যথারীতি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে তার কাছে ফোন আসেলে আজ দিতে পারব না বললে তাকে বিভিন্নভাবে হুমকি দেয় মাইক্রো ফাইন্যান্স কোম্পানি এক কর্মী এমনটাই অভিযোগ ঋণগ্রহণকারী রবি অধিকারের। অন্যদিকে জানা যায় বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি
থেকে লোন নিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছে অনেক পরিবার। আরো জানা যায় লকডাউনে কিস্তি বন্ধ থাকার জন্য আজ লোন গ্রহণকারী পরিবারগুলোকে অতিরিক্ত শোধ বহন করতে হচ্ছে। কিন্তু এ ব্যাপারে ফাইনাস দপ্তর কিংবা প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্ন উত্তরের করেছে।এখন দেখার বিষয় মাইক্রো ফাইন্যান্স কোম্পানির প্রতি কোন ব্যবস্থা গ্রহণ হয় কিনা ।
0 মন্তব্যসমূহ