সবুজ ত্রিপুরা
৪ জানুয়ারি
কদমতলা প্রতিনিধিঃ পহেলা জানুয়ারি তারিখে পাথারকান্দি শিক্ষা খন্ডের অধীন আকাইদুম নেহেরু বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ুয়াদের দ্বারা আয়োজিত বার্ষিক উৎসবে কপিতয় দুষ্কৃতীদের অপ্রত্যাশিত হামলায়
ভেস্তে যায় পুরো অনুষ্টানটি।স্কুলের এহেন অনুষ্টানে বিগত দিনেও অনুরুপ ঘটনা ঘটেছিল বলে খবর পাওয়া গেছে।পরে বিষয়টি বাজারিছড়া পুলিশকে মৌখিক ভাবে জানানো হলেও পরবর্তিতে পড়ুয়ারা সুবিচার পাননি বলে অভিযোগ।এ নিয়ে সোমবার স্কুলে বিক্ষোভ সহ সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্থ করে ছাত্র ছাত্রীরা।বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা জানান অন্যান্য বছরের ন্যায় এবারও তারা সস্মেলিত ভাবে নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে পহেলা জানুয়ারিতে স্কুলে
একটি ভুরিভোজের আয়োজন করেছিল।রান্নার কাজ শেষে খাওয়ার পাতে বসার আগেই ঘটে যায় এক লঙ্কা কান্ডের।উক্ত সময়ে স্কুলের নৈশ পাহারাদার মনোরঞ্জন বাল্মিকদাস আচমকা স্কুলে প্রবেশ করে রাগে অগ্নিশর্মা হয়ে তাকে অনুষ্টানে কেন নিমন্ত্রণ করা হয়নি বলে সে প্রথমে হাতে শক্ত লাঠি নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে মারধরের চেষ্টা করে।পরে রান্না করা খাদ্য দ্রব্যে থু থু ছিটিয়ে লাথি মেরে ভাত তরকারি ইত্যাদির একাংশ মাটিতে ফেলে দেয়।এবং জলের সেনটেক্স ভেঙ্গে গুড়িয়ে দেয়।পরে পড়ুয়ারা বাধ্য হয়ে সমুহ বিনষ্ট খাবার দাবার নিজেরাই বাহিরে নিয়ে ফেলে দেয়।ঘটনার পর বিষয়টি স্কুল কর্তৃপক্ষের পক্ষে পুলিশের নজরে আনা হলেও ঘটনার চব্বিশ ঘন্টা পরও এ ব্যাপারে পুলিশ অভিযুক্তকে আটক করেনি বলে অভিযোগ উঠেছে।কিন্তু এ ব্যাপারে পুলিশে কোনও লিখিত এজাহার জমা পড়েনি বলে জানিয়েছেন বাজারিছড়া থানার ওসি চীরঞ্জিৎ কুমার বরা।এদিকে সোমবার সকাল থেকেই বিক্ষুব্ধ পড়ুয়ারা সুবিচারের দাবিতে হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে স্কুলের মুল গেইটে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে।পরে তারা দুপুর বারোটায় চাঁন্দখিরা~কদমতলা(দুই`শ আট)এ বিকল্প জাতিয়ে সড়কে অবরোধ গড়ে তুলে।এতে সড়কের উভয় পাশে আটকা পড়ে অসংখ্য যান বাহন।এদিকে ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌছায় বাজারিছড়া থানা ও কাঁঠালতলি পুলিশের একটি দল।একিসাথে বিষয়টি মিমাংসা করতে মাঠে নামেন স্থানীয় জন প্রতিনিধিদের পক্ষে হৃষিকেশ নন্দী অন্তু বাল্মিকদাস সজল কুর্মি ও ছাত্র নেতা বদরুল হকের পক্ষে এক প্রতিনিধি দল।তারা উভয়ে ছাত্র ছাত্রীদের সাথে দীর্ঘ আলোচনা করে এ কান্ডে জড়িত ব্যক্তিকে শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিলেও পিছু হটেনি পড়ুয়ারা।পরে বিষয়টি নিয়ে মোবাইলযোগে বিক্ষোভরত পড়ুয়াদের সাথে কথা বলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল।তিনি ছাত্র ছাত্রীদের
সুবিচারের প্রতিশ্রুতি দিয়ে বলেন যে স্কুলে যাতে কোনও অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য মঙ্গলবার থেকে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হবে।পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখবেন সার্কেল অফিসার।তিনি বাড়িতে আসার পর বিষয়টি নিয়ে ছাত্র অভিবাবক সহ স্কুল শিক্ষক শিক্ষয়েত্রীদের নিয়ে আলোচনার টেবিলে বসে পুরো বিষয়টির সুরাহার পথ বের করবেন বলে জানান।বিধায়কের এহেন প্রতিশ্রুতিতে প্রায় তিন ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়।এদিনের এই বিক্ষোভ কার্য্যসূচীতে স্কুল পড়ুয়াদের পক্ষে উপস্থিত ছিলেন জামিল আহমদ মৌসমি চন্দ সিবা লোহার গৌতম দাস সিবা চৌবে প্রণয় দাস প্রমুখ।
0 মন্তব্যসমূহ