সিপিআই-এম দলের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৪ জানুয়ারি

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ সামনেই ২০২৩ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সবকটি রাজনৈতিক দলই তারা নিজেদের মতো প্রচার সভা এবং 

সাংগঠনিক সভা শুরু করে দিয়েছে। সেই অনুযায়ী বাদ যায় নি রাজ্যের বিরোধী দল সিপিআই এমও। যদিও সিপিআই এম দীর্ঘ্য ২৫ বছরের ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা তাদের প্রচার  সঠিক ভাবে করতে পারে নি। সিপিআই এম এর অভিযোগ ছিল শাসক দল নামধারী দুষ্কৃতীরা তাদের বিভিন্ন 

সভা বানচাল করার চেষ্টা করেছিল। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গত পুর সভা নির্বাচনেও বিরোধী দল সিপিআই এমকে  সঠিক ভাবে প্রচার করতে দেখা যায় নি। তবে বেশ কিছুদিন ধরে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে বিরোধী দল সিপিআই এম একের পর এক তাদের সাংগঠনিক সভা ইতি মধ্যেই শুরু করে দিয়েছে। শুক্রবার  

৭৭ তম জনশিক্ষা দিবস উপলক্ষে বিশালগড় মহকুমা অফিসে মহকুমা সিপিআই এম দলের পক্ষ থেকে এক  আলোচনা সভার আয়োজন করা হয়, এদিন উপস্থিত ছিলেন  মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, জি এম পি  নেতৃত্ব মানিকলাল দেববর্মা, জেলা সম্পাদক ভানুলাল সাহা, এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস সহ অন্যান্য নেতৃত্বরা। তবে বলা বাহুল্য  এদিনের এই সভায় সিপিআই এম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu