নিজেস্ব প্রতিনিধিঃ উনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলাশাসকের অফিসে রাজন্ব সম্পর্কিত মামলা সমুহের নিশ্ত্তির লক্ষ্যে গতকাল বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়।
এই বিশেষ লোক আদালতের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী ভগবান দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক উত্তম কুমার চাকমা। উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস সহ জেলা ও মহকুমাস্তরের আধিকারিকগণ।
এই লোক আদালতে ২২৭টি মামলার শুনানি ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধকের ভাষণে শ্রমমন্ত্রী ভগবান দাস বলেন, জমি সংক্রান্ত মামলার দ্রুত নিশ্ত্তির লক্ষ্যেই এই বিশেষ লোক আদালতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে মানুষের আর্থিক খরচ কমবে। ডিজিট্যাল ইন্ডিয়ার সুফল মিলতে শুরু করেছে। সরকার জন্বার্থে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন। শ্রমমন্ত্রী ভগবান দাস উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, জেলাশাসক উত্তম কুমার চাকমা প্রমুখ লোক আদালত চত্বর ঘুরে দেখেন।
0 মন্তব্যসমূহ