প্রসঙ্গত ১৮ ডিসেম্বর শনিবার থেকে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে শুরু হয়েছিল এই জলজ সম্মান ও সাহিত্য উৎসব ২০২১। দু'দিনব্যাপী এই আয়োজনে কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করতে ধর্মনগরের কবি-সাহিত্যিকদের সাথে সাথে রাজ্যের ও বহি রাজ্যের আমন্ত্রিত কবি-লেখক গুণী ব্যক্তিত্ব বৃন্দরা আসেন।শনিবার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ব বন্ধু সেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বিশ্বতোষ চৌধুরী সভাপতিত্ব করবেন রাজ্যের বরেণ্য কবি রামেশ্বর ভট্টাচার্য ।অনুষ্ঠানে জলজ সম্মানে ভূষিত করা হবে রাজ্যের কবি পীযূষ রাউত এবং কবি ও ঔপন্যাসিক নন্দকুমার দেববর্মাকে। শনিবার প্রথম দিনের আসরে প্রকাশিত হয় জলজ সাহিত্যপত্রের ৯৪ তম সংখ্যা। এছাড়াও শনিবার এই মঞ্চে নীহারিকা প্রকাশনা থেকে প্রকাশিত অভিজিৎ চক্রবর্তী ও চিরশ্রী দেবনাথের দুটি বই প্রকাশিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার দুপুর ৩টায় আসরের শুরুতেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মলয় দে প্রাগাধুনিক ত্রিপুরার বাংলা সাহিত্যের একটি অনালোকিত দিক বিষয়ক আলোচনা করেন।পরবর্তীতে উপস্থিত কবি সাহিত্যিকরা কবিতা পাঠ করেন।এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই দুদিন ব্যাপী জলজ সম্মান ও সাহিত্যোৎসব ২০২১ এর সমাপ্তি হয়। দুদিনের আসরে উপস্থিত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠে স্বতস্ফূর্ততার সাথেই অংশ নেন। ধর্মনগরে জলজ আয়োজিত এই সাহিত্য আসর কে কেন্দ্র করে কবি সাহিত্যিক এবং পাঠক মহলের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।
0 মন্তব্যসমূহ