সবুজ ত্রিপুরা
২৯ ডিসেম্বর
বুধবার
বিশালগড় প্রতিনিধিঃ সোমবার গভীর রাতে গোকুলনগর এক নম্বর জাতীয় সড়কে বিএসএফ এবং বিশালগড় থানা পুলিশের যৌথ উদ্যোগে দীর্ঘক্ষন উৎপেতে
বসে গোপন সংবাদের ভিত্তিতে একটি মারুতি গাড়ি আটক করে যার নম্বর TR 07C508 সেই গাড়িটিকে তল্লাশি চালিয়ে ৪৮৬০ ইয়াবা ট্যাবলেট এবং ২৫ হাজার ৫০০ নগদ টাকা উদ্ধার করে এবং ২ জনকে আটক করতে সক্ষম হয়
তাদের নাম অভিজিৎ ঘোষ প্রসেনজিৎ পাল তাদের বাড়ি সোনামুড়া ধনপুর এলাকায়। অপরদিকে জানা যায় সিপাহী জলা জেলার বিজেপির দক্ষিণাংশের যুব মোর্চার প্রাক্তন
জেলা সভাপতি প্রসেনজি ঘোষের বড় ভাই অভিজিৎ ঘোষ মূল নায়ক। মঙ্গলবার দুপুর দুইটা দুই অভিযুক্তের বিরুদ্ধে এন ডি পি এস মামলা হাতে নিয়ে পুলিশ ৫ দিনের রিমান্ডে বিশালগড় আদালতে প্রেরণ করা হয় ।
0 মন্তব্যসমূহ