সবুজ ত্রিপুরা
২৯ ডিসেম্বর
বুধবার
বিশালগড় প্রতিনিধিঃ পারিবারিক কলহের জেরে দুই মাসের শিশুকে ঘরে রেখে ঘরের মধ্যে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ফাঁসিতে আত্মহত্যা করে বৃষ্টি দাস ১৯ গৃহবধূ ।
কমলাসাগর বিধানসভা রাধানগর পঞ্চায়েতে হরিহর পাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল বৃষ্টি দাস স্বামী বাপন নমঃ। ঘটনার বিবরণে জানা যায় তিন বছর আগে ঈশানপুর এলাকায় বসবাসরত বৃষ্টি দাস কে ভালবেসে বিয়ে করে বাপন নমক্ষ। স্বামী বাপন নমঃ বাড়ি মধুপুর এলাকায়। ভালোবেসে বৃষ্টিকে বিয়ে করে নিজ বাড়িতে না
থেকে হরিহরদোল্লা বাজার পাড়া এলাকায় বৃষ্টি দাসের মামার বাড়ির সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। জানা যায় দীর্ঘ তিন দিন ধরে পারিবারিক অশান্তি সংসারে লেগে রয়েছে মঙ্গলবার সকাল বেলায় বৃষ্টি দাস নিজের স্বামীকে চা দেন। এবং নিজের স্বামীকে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা বলেন আমিও আসছি পুনরায় তোমার সঙ্গে ইট ভাঙ্গতে। কিছুক্ষণ পর স্বামী পুনরায় ফিরে
এসে স্ত্রী বৃষ্টি দাস কে খুঁজতে লাগে বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রান্নাঘরে গিয়ে দেখেন ভাত রান্না করে রেখেছে বৃষ্টি দাস এবং নিজ ঘরে দরজা লাগানো দেখে চিত্কার শুরু করতে থাকে পাড়া-প্রতিবেশীরা দ্রুত ছুটে আসে এবং দরজা ভেঙ্গে ভিতরে দেখেন বৃষ্টি দাস ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেয়া হয় মধুপুর থানায় সেখান থেকে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মর্গে পাঠিয়ে দেন। মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।
0 মন্তব্যসমূহ