জনতার উপস্থিতিতে জাঁকজমক ভাবে শপথ বাক্য পাঠ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১০ ডিসেম্বর

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ  উত্তর ত্রিপুরা জেলার  পানিসাগর নগর পঞ্চায়েত এর নবনির্বাচিত কাউন্সিলর এবং নবনির্বাচিত নগর পঞ্চায়েত এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দেরকে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান পানিসাগর মহকুমা শাসক । 

আজকের জনপ্রতিনিধিদের শপথ বাক্য অনুষ্ঠানে পানিসাগর টাউনহল ভর্তি জনতার উপস্থিত ছিল চোখে পড়ার মতন।  শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের  বিধায়ক ত্রিপুরার লেবার বোর্ডের চেয়ারপারসন শ্রী বিনয় ভূষণ দাস , পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস, জেলা পরিষদ সদস্য বিকাশ শর্মা পানিসাগর মহাকুমার ডিসি নুরুদ্দিন অডিসি প্রদীপ দেববর্মা সহ সর্বস্তরের পদাধিকারী ও কার্যকর্তারা।

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


আজকের শপথবাক্য অনুষ্ঠানে পানিসাগর নগর পঞ্চায়েত এর ১২ নং আসনের বিজয়ী প্রতিনিধি ধনঞ্জয় নাথ শপথবাক্য পাঠ করতে এসে  সুসজ্জিত মঞ্চে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভূমিষ্ঠ প্রণাম করে শপথ বাক্য পাঠ করলেন তা আজ অতি প্রশংসনীয় হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে আলোচনা রাখতে গিয়ে পানিসাগর বর্তমান মহকুমা শাসক বলেন যে জনপ্রতিনিধিদের সবাই একজোট হয়ে একমত এই পানিসাগর নগরের সকল কাজকর্ম সম্পূর্ণ

করার আবেদন জানান তৎসঙ্গে আজকের মনোনীত নগর পঞ্চায়েত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে নগর পঞ্চায়েত কার্যালয়ে নিজেদের অফিস কক্ষে আসল অলংকৃত করার অনুরোধ রাখেন। সব মিলিয়ে পানিসাগর নগর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের শপথ বাক্য অনুষ্ঠান,  জনতার উপস্থিতিতে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu