উওর জেলার পানিসাগর স্হিত সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর হেড কোয়ার্টারে তিন জন জঙ্গি আত্মসমর্পণ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১০ ডিসেম্বর

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ  রাজ্যে খুন,সন্ত্রাস, অপহরন অব্যাহত থাকলেও বিগত দিনের ন্যায় বৈরী সন্ত্রাস তেমনটা নেই বল্লেই পরিলক্ষিত হয়।একদিকে কাটা তারের ভেড়া আর অপর দিকে সীমান্ত এলাকা গুলোতে কড়া নিরাপওা বেষ্টনীর প্রকোপে বৈরী দ্যৌরাত্ব্য ক্রমশই হ্রাস পেতে চলেছে।

বিগত কয়েক বৎসর যাবৎ রাজ্যের বেশ কয়েকটি স্হানে কখনো বি,এস,এফ,আবার কখনো পুলিশ কার্যালয়ে এসে বৈরীরা আত্মসমর্পণ করছে।তবে সরকার পক্ষও তাদের কে প্রতিশ্রুতি মোতাবেক পুনর্বাসন দিয়ে স্বাভাবিক জীবন যাপনের শ্রুতে ফিরিয়ে আনতে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চলেছেন।এমতাবস্থায় এই ধরনের আত্মপক্ষ সমর্থনের এক নজীর সৃষ্টি করে উওর জেলার পানিসাগর স্হিত সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর হেড কোয়ার্টারে তিন জন জঙ্গি আত্মসমর্পণ করে।যানা যায় যে,তিন জঙ্গির মধ্যে দুই জন এন,এল,এফ,টি,গোষ্ঠীর বিশ্বমোহন গ্রুপের এবং অপর এক জঙ্গি কে,ওয়াই,কে,এল,গোষ্ঠীর। 

                                 হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


পানিসাগর বি,এস,এফ,সেক্টর হেড কোয়ার্টার সুএে খবর রয়েছে এই তিন জন জঙ্গি বাদেও অপর এক এন,এল,এফ,টি,( বি,এম)জঙ্গিকে মামলা সংক্রান্ত কারনে ধলাই জেলার মানিক পুর পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।পানিসাগরে আত্মসমর্পণ কারি জঙ্গিরা হলেন বিশ্বমোহন গ্রুপের ক্যাডার দেবা মোহন এিপুরা ওরফে ডম্পাই, পিতা- অভিরাম এিপুরা,এবং ক্যাডার পন্কি চান এিপুরা ওরফে বুড়া,পিতা-খেলা কুমার এিপুরা,এদের দুজনের বাড়ি ওকিরাম রোয়াজা পাড়া,ইষ্ট গোবিন্দপুর,থানা মানিক পুর,মনু,ধলাই।অপরজন কে,ওয়াই,কে,এল,গোষ্ঠীর বিদ্যানন্দ সিং ওরফে বোমছা,পিতা-ডিনা চন্দ্র সিং,বাড়ি ইম্ফলের পরমপেৎ মহকুমার খুইরাই থাংযম লাইখাই পাড়ায়।এরা তিনজনই আজ সকালে আনুষ্ঠানিক ভাবে পানিসাগর স্হিত বি,এস,এফ,সেক্টর হেডকোয়ার্টারে ডি,আই,জি,রাজীব কুমার দোয়ার নিকট আত্মসমর্পণ করেন।তবে অপর বৈরী এন,এল,এফ,টি,বিশ্বমোহন গোষ্ঠীর সিপাই শুকু চন্দ্র দেব্বর্মা ওরফে সারং,পিতা-অরুন কুমার দেব্বর্মা, বাড়ি খোয়াই জেলার মুঙিয়া কামি থানার অন্তর্গত সোন পাড়ার বাসিন্দাকে আত্মসমর্পণ করলেও বিগত তিন আগষ্ট ২০২১ তারিখে ঘটে যাওয়া ইন্দু বাংলা সীমান্ত এলাকার আর,সি,নাথ বি,ও,পি,সংলগ্ন এলাকায় ৬৪ নং বি,এস,এফ,এর ডিউটিরত সাব ইন্সপেক্টর বুড়ু সিং এবং কষ্টস্টেবল রাজ কুমার হত্যা এবং অস্ত্র চিনতাইয়ের ঘটনা সরাসরি জড়িত থাকার অপরাধে আত্মসমর্পণ করলেও ঐ মামলায় জড়িত থাকাতে ধলাই জেলার মানিক পুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যদিও ঐ ঘটনার সময়ে মানিক পুর থানায় শুকু দেব্বর্মা কে সরযু দেব্বর্মা ওরফে ঊষা রন্জন,ওরফে ওরাই নামেই মামলা নথিভুক্ত হয়েছিল।এই মর্মে আজকের এই আনুষ্ঠানিক আত্মসমর্পণ মঞ্চে উপস্থিত ছিলেন পানিসাগর বি,এস,এফ,সেক্টর হেডকোয়ার্টার ডি,আই,জি,রাজীব কুমার দোয়া মহাশয়,আগরতলা শালবাগান স্হিত ফন্টিয়ার হেডকোয়ার্টার ডি,আই,জি,এস,কে,সিং মহাশয়,এছাড়াও উপস্হিত ছিলেন কমাডেন্ট কে,এস,শুক্লা ও রাজীব কুমার মহাশয়,এবং জে,আই,জি,অরুন কুমার ভার্মা মহাশয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu