পানিসাগর প্রতিনিধিঃ রাজ্যে খুন,সন্ত্রাস, অপহরন অব্যাহত থাকলেও বিগত দিনের ন্যায় বৈরী সন্ত্রাস তেমনটা নেই বল্লেই পরিলক্ষিত হয়।একদিকে কাটা তারের ভেড়া আর অপর দিকে সীমান্ত এলাকা গুলোতে কড়া নিরাপওা বেষ্টনীর প্রকোপে বৈরী দ্যৌরাত্ব্য ক্রমশই হ্রাস পেতে চলেছে।
বিগত কয়েক বৎসর যাবৎ রাজ্যের বেশ কয়েকটি স্হানে কখনো বি,এস,এফ,আবার কখনো পুলিশ কার্যালয়ে এসে বৈরীরা আত্মসমর্পণ করছে।তবে সরকার পক্ষও তাদের কে প্রতিশ্রুতি মোতাবেক পুনর্বাসন দিয়ে স্বাভাবিক জীবন যাপনের শ্রুতে ফিরিয়ে আনতে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চলেছেন।এমতাবস্থায় এই ধরনের আত্মপক্ষ সমর্থনের এক নজীর সৃষ্টি করে উওর জেলার পানিসাগর স্হিত সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর হেড কোয়ার্টারে তিন জন জঙ্গি আত্মসমর্পণ করে।যানা যায় যে,তিন জঙ্গির মধ্যে দুই জন এন,এল,এফ,টি,গোষ্ঠীর বিশ্বমোহন গ্রুপের এবং অপর এক জঙ্গি কে,ওয়াই,কে,এল,গোষ্ঠীর।
0 মন্তব্যসমূহ