বড়োদিন শেষ হতেই বনভোজনের আমেজে মাতলো বনভোজন প্রেমীরা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বড়োদিন শেষ হতেই বনভোজনের আমেজে মাতলো বনভোজন প্রেমীরা। একে তো ডিসেম্বরের শেষ রবিবার সেই সঙ্গে ছুটির দিন, আর 

সেই দিনে আনন্দে কোন প্রকার খামতি রাখতে নারাজ  বনভোজন প্রিয় বাঙ্গালিরা। তেলিয়ামুড়া শহর থেকে অনতি দূরে  বড়োমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত হাতাইকতর ইকো-পার্ক। প্রকৃতির মনোরম পরিবেশে পরিবার পরিজন সহ বন্ধু-বান্ধবদের নিয়ে প্রতিবছর এই সময়ে রাজ্যের 

বিভিন্ন প্রান্ত থেকে বনভোজনের আমেজে মাতোয়ারা হতে ভিড় জমান পর্যটকেরা। রবিবারও তেলিয়ামুড়া হাতাই কতর ইকো পার্ক থেকে এমনটাই দৃশ্য পরিলক্ষিত হল।আগরতলার যোগেন্দ্রনগর এলাকা থেকে বনভোজনে আসা এক পর্যটক প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন,, এখানে এসে তাদের খুবই ভালো লাগছে। পার্কটিও খুবই সুন্দর, তবে এই পার্কে যদি দোলনা, বোর্টিং-এর ব্যাবস্থা সহ ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের সরঞ্জামগুলি কে এখানে নিয়ে আসা 
হয় তবে আরো অনেক পর্যটকদের নজর কাড়বে এই বড়োমুড়া স্থিত হাতাই কতর ইকো পার্কটি। এদিকে এই পার্কের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা এক কর্মী জানান,,, অন্যান্য বছরের তুলনায় এ বছর এই পার্কে পর্যটকদের উপস্থিতি অনেকাংশেই কম। তবে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত আনুমানিক প্রায় ষাট্ট হাজার টাকার মতো টিকিট বিক্রি করা হয়েছে। অপরদিকে পিকনিক স্পটে বনভোজন প্রেমীদের বিভিন্ন গানের তালে তালে কোমর দোলাতে এবং আনন্দে মাতোয়ারা হতে প্রত্যক্ষ করা গেল রবিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu