সবুজ ত্রিপুরা
২৮ ডিসেম্বর
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ঘটনা তেলিয়ামুড়ার মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়।প্রাপ্ত খবর এরকম যে শনিবার রাতে তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে খবর আসে
তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকায় রেলের ধাক্কায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। সেই খবর মোতাবেক রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। প্রথম পর্যায়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই ব্যাক্তির
মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে রেল পুলিশের প্রাথমিক অনুমান, রাতের মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সি ঠাকুর চাঁন বিশ্বাসের। তবে এই মৃত্যুর মূল কারণ কি সম্পূর্ণটাই বেরিয়ে আসবে ময়নাতদন্ত শেষে।
0 মন্তব্যসমূহ