প্রতিবছরের মতো এবছরও যীশু খ্রীস্টের জন্মদিন পালন করা হয় তেলিয়ামুড়া মহকুমায়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ২৫ শে ডিসেম্বর বড়দিন তথা ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে উপলক্ষ্যে ত্রিপুরা রাজ্যের অন্যান্য চার্চ গুলির মতো নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে 

যথাযোগ্য মর্যাদায় পালন করল তেলিয়ামুড়া মহাকুমার হাওয়াইবাড়ি বিলিভার্স চার্চ ও  মোহড়পাড়া স্থিত ক্যাটহোলিক মিশনের উদ্যোগে। প্রতিবছরের মতো এবছরও যীশু খ্রীস্টের জন্মদিন পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় খ্রীস্টান 

ধর্মালম্বীদের মধ্যে ওই দিনটিতে যে যার সাধ্য অনুযায়ী  পালন করার চেষ্টা করে এরই মধ্যে একটি হলো হাওয়াই বাড়ী বিলিভার্স চার্চে। অপরদিকে মোহড়পাড়া স্থিত ক্যাটহোলিক মিশনেও  এদিন সকাল তথা শনিবার সকাল 
থেকেই শুরু হয় এই অনুষ্ঠান। প্রথমে প্রভু যীশু খ্রীষ্টের বাণী পাঠ করে শুনানো হয়। প্রভু যীশু খ্রীষ্টের জীবনী জন্ম বৃত্তান্ত এবং শেষ পর্যন্ত প্রভু যীশুর মৃত্যুর সমস্ত কিছুই তুলে ধরা হয় উপস্থিত সবার সামনে।এ প্রসঙ্গে বলতে গিয়ে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং বলেন সারাবিশ্বে ২৫শে ডিসেম্বর  বড়োদিন পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu