এক মদ্যপ যুবকের আক্রমণে গুরুতর আহত এক সরকারি কর্মচারী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার পাড়াকলক বাজার সংলগ্ন এলাকায়,রবিবার সন্ধ্যা রাতে। 

খবরে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার বাসিন্দা তথা পেশায় সরকারি কর্মজীবী ৫৩ বছর বয়সি কিশোর দেববর্মা সেটেলমেন্ট দপ্তরে কর্মরত। চাকরি সূত্রে ছৈলেংটা থাকলেও রবিবার ছুটির দিনে বাড়িতে আসেন তিনি। এবং সন্ধ্যায় স্থানীয় পাড়াকলক বাজার থেকে শুকনো মাছ নিয়ে বাড়ি 

ফেরার পথে জহর দেববর্মা নামে এক মদ্যপ যুবক আচমকাই কিশোর বাবুর উপর ইট নিয়ে হামলে পড়ে। এবং এলোপাথাড়ি ইট দিয়ে আঘাত করতে থাকে, এতে কিশোর দেববর্মার বাম চোখে গুরুতর আঘাত লাগে। ঘটনার খবর যায় পরিবারের কাছে, পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত তথা রক্তাক্ত কিশোর দেববর্মাকে 
ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কিশোর দেববর্মাকে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে। তবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে তারা তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করবে জহর দেববর্মার নামে। তবে সন্ধ্যারাতে এ ঘটনাকে ঘিরে গোটা পাড়াকলক গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu