সবুজ ত্রিপুরা
৩০ ডিসেম্বর
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ত্রিপুরা রাজ্যের বিখ্যাত সুস্বাদু এলাচি লেবুর রাজ্য ও বহিঃরাজ্যের বাজারগুলিতে কদর রয়েছে বেশ। বিশেষ করে তেলিয়ামুড়া মহাকুমার হাওয়াইবাড়ি এলাকার সুগন্ধি ও রসালো এলাচি লেবুর
রাজ্যের এবং বহিঃরাজ্যের বাজারে বিশেষ খ্যাতি ছড়িয়ে রয়েছে। হাওয়াই বাড়ি এলাকার মৃত্তিকা লেবু চাষের জন্য উপযোগী। তেলিয়ামুড়া মহাকুমার হাওয়াইবাড়ি এলাকার লেবু চাষিরা রাজ্যের বাজারে চাহিদার জোগান দিয়ে বহিঃরাজ্যের বাজারগুলিতে রসালো এবং সুগন্ধি লেবু রপ্তানি করে । এতে তারা অনেকটাই লাভের মুখ দেখতে পায়।
জানিয়েছেন,, বর্তমান শীতকাল লেবু চাষের জন্য সহায়ক নয়। বর্তমান মরশুমে লেবু চাষের ফলন খুবই কম। তাই প্রতি ১০০ টি লেবু বিক্রি হয় ৩০০ থেকে ৪০০ টাকা দড়ে। তবে তিনি জানিয়েছেন, যদি কোন প্রকার সরকারি সাহায্য সহযোগিতা করা হয় তবে তারা লেবু চাষে আরও সুদূর প্রসার ঘটাতে পারবে।
0 মন্তব্যসমূহ