জোত জমিতে অবৈধভাবে রমরমা গাঁজার চাষ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
 ৩০ ডিসেম্বর

বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ খাস জমি বাদ দিয়ে এবার জোত জমিতে অবৈধভাবে রমরমা গাঁজার চাষ। যা পুলিশেরও অজানার কথা নয়। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর এলাকায়। তেলিয়ামুড়া থানার পুলিশ এবং রাজ্য 

গোয়েন্দা পুলিশের কর্মীদের ঘুমে রেখে অবৈধভাবে তেলিয়ামুড়া জুড়ে হচ্ছে গাঁজার চাষ। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে চাইছেন। কিন্তু আরক্ষা দপ্তরের একাংশ কর্মীরা গোয়েন্দা কর্মীদের ব্যার্থতার কারণে চলছে অবৈধ ভাবে গাঁজা চাষের রমরমা বাণিজ্য।তেলিয়ামুড়া থানাধীন 

উত্তর কৃষ্ণপুর এলাকার বাসিন্দা আশীষ বিশ্বাস এবং সুনীল সরকার সহ এলাকার কিছু সংখ্যক কৃষক তাদের জমিতে অবৈধভাবে গাঁজার চাষ করছে। এই সংবাদ পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা সংবাদ সংগ্রহ করার পর গাঁজা চাষী আশীষ বিশ্বাস তার জমিতে থাকা গাঁজা'কে লুকিয়ে রাখে বলে খবর এলাকা সূত্রে। অন্যদিকে একই গ্রাম পঞ্চায়েতের 
বাসিন্দা সুনীল সরকার উনার জোত জমিতে চুটিয়ে গাঁজা চাষ করছেন তেলিয়ামুড়া থানার পুলিশ ও গোয়েন্দা কর্মীদের ঘুমে রেখে। ওই গ্রাম পঞ্চায়েতের এমন অনেক কৃষক রয়েছে যারা নিজেদের জমিতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে গাঁজা চাষ করছেন বলে খবর এলাকা সূত্রে। এই অবৈধ গাঁজা চাষের ব্যাপারটি তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার বাবুদের এবং গোয়েন্দা শাখার কর্মীদেরও অজানার কথা নয়। তবে কি পুলিশের জ্ঞাতসারেই অবৈধভাবে গাঁজা চাষের লিপ্ত হয়  এমনটাই প্রশ্ন থেকে গেল। আর এমন অবস্থা হলে নেশা মুক্ত রাজ্য গঠন করা কতটা সম্ভব ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu