সবুজ ত্রিপুরা
৩০ ডিসেম্বর
বৃহস্পতিবার
বক্সনগর প্রতিনিধিঃ মেলাঘর থানার দিন কলমক্ষেত ব্রিজ সংলগ্ন সজল চৌমনী তে তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রতিনিধি আব্দুল মতিনের একটি ভাড়াটে দোকান রয়েছে। এবং এই দোকানটি বিজেপি পার্টি অফিস করার
উদ্দেশ্যে নাকি নেয়া হয়েছে এমনটাই ব্যক্ত করেন আব্দুল মতিন। জানা যায় রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যে না থাকার ফলে উদ্বোধন করা হয়নি বিজেপির এই পার্টি অফিসটি। বুধবার সকালবেলা আব্দুল মতিন দোকান খুলতে এসে দেখতে পান পার্টি অফিস করার লক্ষ্যে যে দোকানটি রয়েছে দোকানের সামনের দরজার টিনের বেরা
বাসিন্দা মামুন মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।এই দিকে আব্দুল মতিন বলেন পূর্ব শত্রুতার জেরে মামুন মিয়া তার দোকান কুপিয়েছে। এবং গত দুই তিন দিন আগে মামুন মিয়ার সাথে আব্দুল মতিনের ঝগড়া বাধে, তাই তিনি সরাসরি মামুন মিয়া কে দায়ী করেন।
0 মন্তব্যসমূহ