দুই জন শিক্ষক দিয়ে চলছে বক্সনগর এর, নগর উচ্চ বিদ্যালয় এর প্রাথমিক বিভাগ-Sabuj Tripura

 


সবুজ ত্রিপুরা 
৩১ ডিসেম্বর

শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ স্বাধীনতা পূর্বের গৌরব উজ্জীবিত স্কুলের পঠন-পাঠন ব্যবস্থা বর্তমানে লাটে উঠেছে শিক্ষা দপ্তরের খামখেয়ালিপনায়। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অন্তর্গত নগর উচ্চ বিদ্যালয়ের 

প্রাথমিক বিভাগ। দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছেন এই বিদ্যালয়টি। জানা যায় এই বিদ্যালয়ে ১১৯ জন এর বেশী ছাত্র-ছাত্রী রয়েছে। এই স্কুলে শিক্ষক-শিক্ষিকা রয়েছে মাত্র  দুই জন। উল্লিখিত এই দুই জন শিক্ষক-শিক্ষিকা নিজেদের দায়িত্ব  পালন করতে হিমশিম খেতে হচ্ছে। জানা যায় দুই জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে এক জন  রয়েছে সর্ব শিক্ষার শিক্ষক মনোরঞ্জন দেবনাথ   এবং অন‍্য একজন রয়েছেন 

রেগুলার শিক্ষিকা রীনা ঘোষ । এই দুইজন শিক্ষক-শিক্ষিকা দিয়ে ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি ক্লাস পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কিন্তু দপ্তরের কোন হেলদোল নেই। তারা বারবার দপ্তরের নিকট শিক্ষকের জন্য আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে স্কুলের ছাত্র-ছাত্রীদের দাবি স্কুলে অতি শীঘ্রই যাতে শিক্ষক নিয়োগ করা হয়।এদিকে শিক্ষক মনোরঞ্জন দেবনাথ জানান ২০২০ সালের মার্চ মাস থেকেই এই স্কুলের পঠন পাঠন ব‍্যব্সস্থা লাটে উঠেছে যখন থেকে ১০৩২৩ এর শিক্ষকদের চাকুরী চলে যায়।কিন্তু এরপর এই স্কুলে তিনজন শিক্ষক দিয়ে স্কুল চলত এর পর দপ্তরের নির্দেশে একজন 
শিক্ষক এবং একজন শিক্ষিকাকে অন‍্যত্র বদলি করা হয় ঐসময় আস্সস্ত করা হয়ে ছিল পরে পরিমাণমতো শিক্ষক নিয়োগ করা হবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।এমন অবস্থা চলছে সোনামুড়া মহুকুমার প্রায় সব কটি বিদ্যালয় গুলিতে। এদিকে নগর এলাকার অভিভাবক মহলের দাবি দ্রুত এই বিদ্যালয়ের শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। আর তা না হলে তারা দ্রুত আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন। এমন পরিস্থিতি চলছে বক্সনগর ব্লকের প্রায় সবকটি বিদ্যালয় এর ক্ষেত্রে। এলাকার অভিভাবক মহল রীতিমতো চিন্তাগ্রস্থ হয়ে পড়েন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। শিক্ষক সংকট এর জেরেই এবং একাংশ শিক্ষক-শিক্ষিকার দায়িত্বহীনতার ফলে পঠন-পাঠন প্রায় লাটে উঠেছে বক্সনগর এলাকা স্থিত বিভিন্ন বিদ্যালয়গুলিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu