বিয়ে বাড়িতে গিয়ে আসার পথে এক যুবকের এলো পাথারী মারে গুরুতর আহত এক উপজাতি যুবকসহ ম্যাক্স গাড়ি চালক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৩ ডিসেম্বর
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিয়ে বাড়িতে গিয়ে আসার পথে বাবুল দেববর্মা নামে এক যুবকের এলো পাথারী মারে গুরুতর আহত এক উপজাতি যুবকসহ ম্যাক্স গাড়ি চালক

ঘটনা কাঁকড়া ছড়ায় এলাকায়।ঘটনার বিবরণে জানাযায় রবিরার রাতে মুংগিয়াকামি থানাধীন গোবিন্দ সর্দার পাড়া থেকে  কাঁকড়া ছড়া এলাকায় বিয়ে বাড়িতে যায় হাকেম দেববর্মা  ও তার পরিবার। বিবাহ অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে আচমকা এক উপজাতি যুবক তাদের উপর

               হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

হামলা করে বলে অভিযোগ। এতে হাকেম দেববর্মা ও তার ভাড়া করা মেক্স গাড়ির ড্রাইভার আহত হয়। রাতেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এদের মধ্যে হাকেমের মাথায় প্রচন্ড আগাত

লাগে বলে জানাযায়। যদিও খবর লেখা পর্যন্ত কোনও মামলা হয় নি। তবে আহত হাকেম জানান চিকিৎসা ব্যবস্থার পর মামলা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu