গাড়ি দিয়ে জল দিলে আমরা জলপাই নতুবা ছড়ার অপরিশোধিত জলের উপর নির্ভর থাকতে হয়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৩ ডিসেম্বর
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গাড়ি দিয়ে জল দিলে আমরা জলপাই নতুবা ছড়ার অপরিশোধিত জলের উপর নির্ভর থাকতে হয়। আদৌ এডিসি প্রশাসন কি জেগে ঘুমাচ্ছে 

এমন সব প্রশ্নের উঁকিঝুঁকি দিচ্ছে স্থানীয় উপজাতি গিরি বাসীদের  মধ্যে। শুখা মরশুমের শুরুতেই পাহাড় এলাকায় পানীয় জলের সংকট। ঘটনা মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে তুই কর্মা এলাকায়। ওই এলাকার উপজাতি গিরি বাসীরা সকাল থেকে সন্ধা পানীয় জলের জন্য লড়াই করতে

               হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

হয়। উপজাতিদের মধ্যে এক বৃদ্ধ ক্ষোভের সাথে বলেন, সরকারিভাবে গাড়ি করে জল দিলে আমরা জলপাই, নতুবা ছড়ার জল সংগ্রহ করতে হয়। অভিযোগ সরকারিভাবে সব দিন জল প্রদান করা হয় না। মূলত আঠারো মুড়া পাহাড়ের তুই কর্মা এলাকায় জল সংকটের বিষয়টি এডিসি প্রশাসন এবং মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের ও অজানার কথা নয়।

বিশেষ করে শুখা মরশুম কালে এলাকায় জলের সংকট শুরু হয়ে থাকে। অন্যান্য বছরের ন্যায় এ বছরের শুখা মরশুমেও সেই জল সংকট দেখা দিল। তুই কর্মা এলাকাবাসীদের দাবী প্রশাসন যাতে জল সংকটের বিষয়টি নিরসনে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu