গণমুক্তি পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে জনসমাবেশে অনুষ্ঠিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৯ ডিসেম্বর

 বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গণমুক্তি পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয়  কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত ব্যারেজ প্রাঙ্গণে এক 

জনসমাবেশে অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তাছাড়াও এদিনের জনসমাবেশে উপস্থিত ছিলেন  তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা।এদিনের এই সমাবেশে মহাকুমার বিভিন্ন অঞ্চল থেকে 

বামফ্রন্টের কর্মীসমর্থকরা উপস্থিত হয়।এদিনের এই সমাবেশে প্রধান বক্তার ভাষণে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নিজ প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন বর্তমান রাজ্য সরকার স্কুল-কলেজ গুলিকে বেসরকারিকরণ করে দিচ্ছে তারই তীব্র ভাষায় প্রতিবাদ 
জানান উনার বক্তব্যের মধ্য দিয়ে। তাছাড়াও তিনি বলেন, শাসকরাই অভিভাবক। তাদের দায়িত্ব হওয়া দরকার নাগরিকদের কল্যাণে কাজ করা। কাজেই শাসক'কে তার নাগরিকদের মানসিক বিকাশের জন্য, বৌদ্ধিক বিকাশের জন্য, নিজেকে চেনার জন্য, নিজের ভবিষ্যৎকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষিত করা দরকার। তবে এদিনের এই সমাবেশে সি.পি.আই.এম দলের কর্মী-সমর্থকদের উপস্থিতির হার ছিল খুবই নগণ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu