তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৯ ডিসেম্বর

 বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে। প্রায় পাঁচ কোটি টাকা ব্যায়ে নির্মিত হতে চলেছে অত্যাধুনিক সুবিধাযুক্ত তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড। বুধবার আগরতলা থেকে সদলবলে 


আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সহ পি.ডব্লিউ.ডি দপ্তরের আধিকারিক এবং তেলিয়ামুড়ার পৌর পিতা সহ এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত মোটর স্ট্যান্ডের জায়গাটি পরিদর্শন করেন।বলা বাহুল্য, দীর্ঘদিন যাবৎ তেলিয়ামুড়া বাসী একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ডের দাবি জানিয়ে আসছিল। বিগত বাম আমলে বহুবার এই মোটর 

স্ট্যান্ডের জায়গাটিতে মাপঝোক করা হলেও তা  লাল ফিতার বাঁধনেই ফাইল বন্দি হয়ে থেকে যায়।২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পর  তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় নতুন অত্যাধুনিক সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ডের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানিয়েছিল তেলিয়ামুড়া বাসীর হয়ে। সেই দাবি কে মান্যতা দিয়ে কিছুদিন পূর্বে রাজ্য সরকার তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত অত্যাধুনিক সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ড তৈরি করার জন্য প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করে। ইতিমধ্যেই সরকারি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে শিলান্যাসের 
অপেক্ষায় প্রহর গুনছে।বুধবার পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা রূপক সরকার জানান তেলিয়ামুড়া বাসীর স্বার্থে বিধায়িকার প্রচেষ্টায় তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি আগামী সাত দিনের মধ্যে স্বপ্ন প্রায় সফল হওয়ার পথে। জানা গেছে আগামী কিছুদিনের মধ্যেই শিলান্যাস হতে চলেছে এই অত্যাধুনিক সুবিধাযুক্ত তেলিয়ামুড়া নেতাজিনগরের মোটর স্ট্যান্ডটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu