সবুজ ত্রিপুরা
২৯ ডিসেম্বর
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ ঘটনা চুড়াইবাড়ি রেলওয়ে স্টেশনের অসম-ত্রিপুরা সীমান্তে। সংবাদসূত্রে প্রকাশ, বুধবার সকাল ছয়টা নাগাদ বহিরাগত একটি মালবাহী ট্রেন
ত্রিপুরায় প্রবেশ করে। আর তখনই অসম-ত্রিপুরা সীমান্তের রেল ট্রেকের উপর দিয়ে সেতু পার হওয়ার সময় এক অজানা ব্যক্তিকে ট্রেন ধাক্কা দেয় বলে জানান স্থানীয়
বাসিন্দারা। মালবাহী গাড়িটি দ্রুত গতিতে চলে গেলে এই ব্যক্তিকে রেললাইনের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় চুড়াইবাড়ি থানায়। অপরদিকে খবর দেওয়া হয় ধর্মনগর রেল পুলিশকেও। পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর নিয়ে
যায়। অপরদিকে এই ব্যক্তিকে স্থানীয়রা চিনতে পারেনি তাছাড়া তার পরিচয়ও জানা যায়নি। তবে বয়স আনুমানিক পঞ্চাশ হবে বলে অনুমান করা হয়। তবে তার হাতে ধর্মনগর, মিজোরাম,ধলাই ও গোমতী ইত্যাদি কলম দিয়ে লেখা রয়েছে। তবে কি সে মানসিক ভারসাম্যহীন ছিল তা নিয়েও সন্দেহ রয়েছে।
0 মন্তব্যসমূহ