শাসক দলের শক্তি কেন্দ্রের পদ থেকে পদ হারালেন এক শাসক দলীয় নেতা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  পিতা-পুত্রের নারী কেলেঙ্কারি জনিত কারণে শাসক দলের শক্তি কেন্দ্রের পদ থেকে পদ হারালেন এক শাসক দলীয় নেতা। ঘটনা তেলিয়ামুড়া।
 


উল্লেখ্য, বিগত ছয় মাস পূর্বে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের  ২৪ নং বুথের বিজেপি দলের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার (শঙ্কর)-কে নারীঘটিত কেলেঙ্কারির জন্য প্রকাশ্য রাস্তায় হাত পা বেঁধে উত্তম-মধ্যম দিয়েছিল স্থানীয় জনগণ। তাকে বাঁচাতে গিয়ে তার বড়ো ভাই তথা ২৯ 

কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর শক্তি কেন্দ্রের কো-অর্ডিনেটর প্রানতোষ সরকার গণরোষের শিকার হয়েছিল।  আর সেই গুণধর বাপের সু-পূত্র গত ২৩শে ডিসেম্বর তেলিয়ামুড়া থানা এলাকার তুইসিন্দ্রাইবাড়ি মনিরাম পাড়ার জনৈক দুই সন্তানের জননীর বাড়িতে  ফষ্টি-নষ্টি করতে গিয়ে এলাকাবাসীদের হাতে আটক হয়েছিল পলাশ সরকার নামের এক যুবক। আর পিতা পুত্রের নারী ঘটিত কেলেঙ্কারির কারণে অতিষ্ঠ স্থানীয় সদলীয় নেতৃত্বরা। আর সেই কারণেই এই পরিবারের উপর অতিষ্ঠ হয়ে ২৯ কৃষ্ণপুর বিধানসভা
কেন্দ্রের মন্ডল সভাপতি নির্মল সরকার ২৯ কৃষ্ণপুর 
বিধানসভা কেন্দ্রের মহারানীপুর শক্তি কেন্দ্রের  কো-অর্ডিনেটর প্রানতোষ সরকার-কে বিজেপি দলের শক্তি কেন্দ্রের কো-অর্ডিনেটরের পদ থেকে বহিঃস্কৃত করা হলো।  প্রানতোষ সরকারকে শক্তি কেন্দ্রর কো-অর্ডিনেটরের পদ  থেকে বহিঃস্কৃত করার ফলে এলাকায় যেমন স্বস্তি ফিরে এসেছে তেমনি নিজ দলের মধ্যেও অভ্যন্তরীণ গুঞ্জনের পরিসমাপ্তি ঘটেছে। তবে বরাবরই ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের কর্মী-সমর্থকদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে সুন্দর স্বচ্ছ ত্রিপুরা তৈরি করতে চাইছে তা মনে হয় দলের একাংশ কর্মীদের বদান্যতায় দল একদিন ভরাডুবি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu