ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার ধান মাড়াই করার কাজে ব্যস্ত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  বিগত কয়েকদিন পূর্বে অকাল বর্ষণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার ধান মাড়াই করে গড়ে তোলার পালা। পূর্বে কৃষকরা গবাদিপশুর দিয়ে 

দিনভর ধান মাড়াই করতে হতো। কিন্তু বিজ্ঞানের যুগে এবার কৃষকরা পুরানো পদ্ধতিকে ভুলে এবার  বোম্বা মেশিনের মাধ্যমে ধান মাড়াই করছে। এমন চিত্র পাওয়া গেল চাকমা ঘাট এলাকায়। সেই চাকমা ঘাট এর বাসিন্দা 

তথা কৃষক নিরোদ দাস বলেন পূর্বে গবাদি পশু দিয়ে ধান মাড়াই করা হতো। ফলে দিন ও সময়ের অপচয় হতো। গত কয়েক বছর পূর্বে সরকারিভাবে ধান মাড়াইয়ের মেশিন 
পেয়েছিলেন। বর্তমানে এই মেশিনে ধান মাড়াই করা হয়। এতে সময়ের তেমন কোনো অপচয় হয় না। আবার এই মেশিন দিয়ে আয় উপার্জনও করা যায় নিত্যদিন। অন্যদিকে অকাল বর্ষণে  কৃষকদের ক্ষতির মুখে পড়তে হয়েছিল। কিন্তু এর পরেও পৌষ মাসে ব্যস্ত থাকতে হয় কৃষকদের ধান মাড়াইয়ের কাজে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu