সবুজ ত্রিপুরা
৩১ ডিসেম্বর
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে বণ্য দাঁতাল হাতির আক্রমন অব্যাহত রয়েছে। হাতির এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এবার পোষ্য হাতি দ্বারা বন্য হাতিকে জনবসতি থেকে দূর করার চেষ্টায় এবার
অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল তথা বুধবার খোয়াই জেলাশাসক স্মিতা মৌলের পৌরহিত্যের তেলিয়ামুড়া আর.ডি ব্লকে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর সেখানে একটি অ্যাকশন প্ল্যান তৈরি হয়। এবং আদেশ করা হয় যে যে জায়গাগুলিতে বন্য হাতির উপদ্রব রয়েছে সেই জায়গাগুলিতে বনদপ্তর, বিদ্যুৎ দপ্তর এবং ব্লক
প্রশাসনের জায়গাগুলো পরিদর্শন করে। এবং বন্য হাতিকে তাড়ানোর জন্য পোষ্য হাতি গুলোকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাটি পরিস্কার আছে কিনা সেটি খতিয়ে দেখতেই বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও অজিত দেববর্মা সহ বনদপ্তরের আধিকারিক এবং বিদ্যুৎ দপ্তর
আধিকারিক'কে নিয়ে মুঙ্গিয়াকামী এলাকার বনাঞ্চলের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করে। এ প্রসঙ্গে বলতে গিয়ে মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও জানিয়েছেন পোষ্য হাতি দ্বারা বন্য হাতিকে তাড়ানোর জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। আর সেই কারণেই আজকের এই পরিদর্শন।এখন দেখার বিষয় কবে নাগাদ তেলিয়ামুড়া বনদপ্তরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা থেকে হাতির সমস্যা নিরসন হয়।
0 মন্তব্যসমূহ