সবুজ ত্রিপুরা
৩১ ডিসেম্বর
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গতকাল তথা বুধবার এই সম্বন্ধিত এক সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ। বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমতিয়ার নেতৃত্বে
তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী উত্তরকৃষ্ণপুরের বড়লুঙ্গা সংলগ্ন এলাকায় জোত জমির দুইটি জায়গায় প্রায় এক হাজার গাছ এবং চাকমা ঘাট স্থিত ঠাকুর চাঁন বৈশ্য পাড়ার ফরেস্ট লেন্ডের তিনটি জায়গায় প্রায় দেড় হাজার গাছ তথা সর্বমোট আড়াই হাজার গাছ নষ্ট করে
তেলিয়ামুড়া থানার পুলিশ।এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানিয়েছেন,, মোট পাঁচটি প্লটে প্রায় আড়াই হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। যে গাছগুলি ধ্বংস করা
হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা।তবে, যে জোত জমিগুলোতে গাঁজা চাষ করা হয়েছে সেই জোত জমির মালিকের বিরুদ্ধে কী ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হবে এ সম্বন্ধিত তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কথাটি এড়িয়ে যান।
0 মন্তব্যসমূহ