মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (পর্যায় ১) : কৈলাসহরে সভা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

০৩ ডিসেম্বর

শুক্রবার

নিজেস্ব প্রতিনিধিঃ উনকোটি কলাক্ষেত্রে গতকাল আসন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যক পরীক্ষা (পর্যায় ১) ২০২১-২২ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেমি এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। সভায় বিধায়ক মবস্বর আলি, চক্তীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল (দাস), মহকুমা ম্যাজিস্ট্রেট শান্তিরঞ্জন চাকমা, মহকুমা স্বাস্থ্য আধিকারিক নিকেন্দ্র দেববর্মা সহ মহকুমার বিভিন্ন স্কুলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় মহকুমা সেন্টার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাধাকিশোর

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল দাস। সভায় পরীক্ষা কেন্দ্রগুলিতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করার উপর বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, আগামী ১৫ ডিসেম্বর থেকে মাধ্যমিক ও ১৬ ডিসেম্বর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।

মহকুমায় ১৯৭৮১ জন মাধ্যমিক ও ৯২৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে৷ মহকুমায় মাধ্যমিকে ৬টি ও উচ্চমাধ্যমিকে ৪টি পরীক্ষাকেন্দ্র থাকছে। এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দুটি পর্যায়ে সম্পুর্ণ নতুন আদলে নেওয়া হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu