প্লাস্টিকের চাল নিয়ে আতঙ্ক কলমখেত উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অভিবাকদের মধ্যে-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

০৪ ডিসেম্বর

শনিবার

বক্সনগর প্রতিনিধিঃ জানা যায় সোনামুড়া মহাকুমার কলমখেত উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের চাল, স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বন্টন করার পর, সেগুলো বাড়ি নিয়ে

যাওয়ার পর দেখা যায়, অন্য সাধারণ চাল থেকে একটু ব্যতিক্রম । তখন  সবার সন্দেহ হয় । এনিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দিকে সবাই দাবি করছেন চাল গুলি প্লাস্টিক এর চাল। এ বিষয়ে শুক্রবার সংবাদ প্রতিনিধির একটি দল ,কথা বলেছিল মিড ডে মিলের পরিচালকের সাথে। তিনিও দাবি করেন এই গুলি নাকি প্লাস্টিকের চাল। অন্যদিকে অভিভাবক এর তরফ থেকে ও

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অভিযোগ এসেছে এগুলো প্লাস্টিকের চাল। তারমানে রীতিমতো এ চাল নিয়ে এলাকা হইচই পড়ে গেছে। এই দিকে কলখেত উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য হরিপদ সাহার সাথে কথা বলতে গেলে, তিনি বলেন এগুলো প্লাস্টিক চাল নয় ,আবার কখনো বলছেন প্লাস্টিক চাল এর মতন। 

জানা যায় শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে ঐ স্কুলে টিম মিটিং করা হয় এবং মিটিংয়ে সিদ্ধা হয় এই বস্তাভর্তি চালগুলি যাতে ছাত্র-ছাত্রীদের না দেওয়া হয়। এবং চাল এর বস্তা গুলু সোনামুড়া ফুড অফিসে পাঠানো হবে, পরীক্ষা করার জন্য। দেখা যাক এখন পরীক্ষা করার পর কি রেজাল্ট বেরিয়ে আসে, প্লাস্টিকের চাল নাকি অন্য কিছু এ দিকে তাকিয়ে আছেন গোটা এলাকা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu