সারা ভারত কৃষক সভার আহুত সমাবেশকে কেন্দ্র করে উওর জেলার পানিসাগর সি,পি,আই,এম,মহকুমা কমিটির পক্ষথেকে পানিসাগর রেলস্টেশনে একটি রেলী সংঘটিত করে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৪ ডিসেম্বর

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ ভারতের কমিউনিস্ট পার্টি মাক্সবাদি এর উদ্দ্যোগে আজ ২৪ শে ডিসেম্বর রাজধানীর আগরতলাতে সারা ভারত কৃষক সভার আহুত সমাবেশকে কেন্দ্র করে উওর জেলার পানিসাগর সি,পি,আই,এম,মহকুমা

কমিটির পক্ষথেকে প্রায় শতাধিক কর্মী সমর্থকেরা আগরতলায় যাবার প্রাকলগ্নে ভোর পাঁচ টা এিশ মিনিট নাগাদ পানিসাগর রেলস্টেশনে একটি রেলী সংঘটিত করে।রেলী শেষে আজকের ঐতিহাসিক সমাবেশের তাৎপর্য তোলে ধরেন সি,পি,আই,এম,নেতৃত্ব কমঃ শীতল দাস।উক্ত সারা ভারত কৃষক সভার ডাকে রাজধানীর আগরতলাতে অনুষ্ঠিত হবে মহা পন্চায়েত তথা ঐতিহাসিক কৃষক সমাবেশ।উক্ত রেলীতে অংশ নেয় কমঃ অজিত দাস,কমঃ করুন নাথ সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। সমাবেশ কে কেন্দ্র করে কেন্দ্রের বি,জে,পি,সরকার কতৃক কৃষক বিরোধী দানবীয় তিনটি কৃষি বিল পাশ করিয়ে নেবার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ জোরে সমস্ত অংশের কৃষকদের গণমুখী

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আন্দোলনের প্রতিবাদ জানিয়ে দিল্লিতে রাজ পথ অবরোধ করে প্রায় এক বৎসর কাল আন্দোলনরত অবস্হায় প্রায় ৭১৫ জন সি,পি,আই,এম,সমর্থিত কৃষক শহীদ হয়েছেন।আন্দোলন রত কৃষকদের জীবন দানের বিনিময়ে বাধ্যহয়ে গতমাসে কেন্দ্রের বি,জে,পি,সরকার তিনটি দানবীয় বিল প্রত্যাহার করতে বাধ্য হয়।তাদের বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে আজকের এই ঐতিহাসিক সমাবেশ কে আরও তেজি করার আহবান জানানো হয়।তাই সংযুক্ত কৃষান মোর্চার ডাকে দশ দফা দাবি সনদের ভিওিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে বর্তমান রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারকে মোক্ষম জবাব দিতে প্রস্তত বর্তমান কৃষকেরা।সি,পি,আই,এম,নেতৃত্বরা আরও অভিযোগ করেন যে,বর্তমান রাজ্য সরকার কৃষকদের প্রতি বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত স্বজন পোষণ করে চলেছেন।
সরকারি ভর্তুকি মূল্যে সার,বীজ সহ কৃষি কাজে ব্যাবহুত সামগ্রীর জোগান বন্ধ করে দিয়েছেন।শুধু তাই নয় গ্রামীন শ্রমজীবী অংশের জনগনের সাথেও অহরহ প্রতারনা কীে চলেছেন।রেগার কাজ কে দিন কে দিন নানান বাহানার মাধ্যমে সংকুচিত করা হচ্ছে।এতে করে গ্রামীন এলাকার কৃষক এবং শ্রমজীবী অংশের জনগন কর্মহীনতায় ভূগছেন।এরই প্রতিবাদ জানিয়ে আজকের এই ঐতিহাসিক সমাবেশকে সাফল্য মন্ডিত করে তোলার আহবান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu