আনন্দ মহোৎসবে উপস্হিত মহিলা মোর্চার নেতৃত্বরা গুরুকুলের আবাসিক পাঠরতা ছাএিদের সাথে মতবিনিময়ের মাধ্যমে দিনটিকে যথাযথ মর্যাদার সহিত উদযাপন করেন।পাশাপাশি পাশ্চাত্য অপ সংস্কৃতিকে অনুস্মরন না করে ভারত বর্ষের কৃষ্টি সংস্কৃতিকে অনুস্মরনের মাধ্যমে ভারত বর্ষের ঐতিহ্যের ধারাবাহিকতা কে আঁকড়ে ধরে রাখার আহবান জানানো হয়।
উপস্থিত নেতৃত্বদের আবাসিক ছাএিরা আর্য গুরুকুলের চিরাচরিত প্রথা অনুযায়ী স্তব মন্ত্র পাঠ করিয়ে শুনান।আবাসিকদের স্তব মন্ত্র পরিবেশনায় মুগ্ধ হয়ে উপস্হিত মহিলা মোর্চার নেতৃত্বরা আবাসিক ছাএিদের ভূয়সী প্রশংসা করেন।পাশাপাশি মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলের প্রতিষ্টাতা তথা কর্নধার শ্রীযুক্ত বিমান দেব নাথ মহাশয়ের প্রচেষ্টার প্রতিও ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ মহিলা মোর্চার নেতৃত্বরা।
0 মন্তব্যসমূহ