উওর জেলার মহিলা মোর্চার উদ্দ্যোগে মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলে অনুষ্ঠিত হয় আনন্দ মহোৎসব-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৪ ডিসেম্বর

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার মহিলা মোর্চার উদ্দ্যোগে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ চানপুর স্হিত মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলে অনুষ্ঠিত হয় আনন্দ মহোৎসব।

উক্ত উৎসবে উপস্থিত ছিলেন উওর জেলার মহিলা মোর্চার সভানেত্রী মাননীয়া রুপালি অধিকারী মহাশয়া।এছাড়াও উপস্থিত ছিলেন উওর জেলার মহিলা মোর্চার সাধারন সম্পাদিকা মাননীয়া নির্জলা দাস মহাশয়া সহ যুবরাজ নগর মন্ডল এবং পানিসাগর মন্ডলের মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী গন।তৎসঙ্গে উপস্হিত ছিলেন উভয় এলাকার মহিলা মোর্চার মা ও বোনেরা।

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আনন্দ মহোৎসবে উপস্হিত মহিলা মোর্চার নেতৃত্বরা গুরুকুলের আবাসিক পাঠরতা ছাএিদের সাথে মতবিনিময়ের মাধ্যমে দিনটিকে যথাযথ মর্যাদার সহিত উদযাপন করেন।পাশাপাশি পাশ্চাত্য অপ সংস্কৃতিকে অনুস্মরন না করে ভারত বর্ষের কৃষ্টি সংস্কৃতিকে অনুস্মরনের মাধ্যমে ভারত বর্ষের ঐতিহ্যের ধারাবাহিকতা কে আঁকড়ে ধরে রাখার আহবান জানানো হয়।
উপস্থিত নেতৃত্বদের আবাসিক ছাএিরা আর্য গুরুকুলের চিরাচরিত প্রথা অনুযায়ী  স্তব মন্ত্র পাঠ করিয়ে শুনান।আবাসিকদের স্তব মন্ত্র পরিবেশনায় মুগ্ধ হয়ে উপস্হিত মহিলা মোর্চার নেতৃত্বরা আবাসিক ছাএিদের ভূয়সী প্রশংসা করেন।পাশাপাশি মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলের প্রতিষ্টাতা তথা কর্নধার শ্রীযুক্ত বিমান দেব নাথ মহাশয়ের প্রচেষ্টার প্রতিও ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ মহিলা মোর্চার নেতৃত্বরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu