কেন্দ্রের প্লান্ট প্রোটেকশন এস,এম,এস,শ্রীমতি টুসি দেব্বর্মা মহোদয়া সহ পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য কর্মী এবং পেকুছড়া গ্রামের সর্বস্তরের কৃষক ভাই বোনেরা।জানা গেছে ভারত বর্ষের পন্চম তথা প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরন সিং এর জন্মদিবস উপলক্ষে তিনি নিজেই দিনটিকে যথাযত মর্যাদায় সহিত জাতীয় কৃষি দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন।
এই মর্মে উক্ত জাতীয় কৃষক দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে এলাকার কৃষকদের কিভাবে উন্নত প্রথায় চাষাবাদের মাধ্যমে আরও অধিক ফলন উৎপাদন সম্ভব তার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।এছাড়াও উৎপন্ন ফসলের সঠিক গুনগত মান এবং পোকা মাকড়ের হাত থেকে উৎপাদিত ফসল কে কি ভাবে রক্ষা করা সম্ভব তার উপর ও বিশেষ গুরুত্ব আরোপিত হয়।আজ শিবিরের প্রথম দিনে উপস্থিত কৃষক ভাই বোনদের সাথে আলাপ চারিতার মাধ্যমে প্রথম দিনের আনুষ্ঠানিক শুচনা পর্বের সমাপ্তি করা হয়।আগামী কাল এবং পরশুদিন উপস্হিত কৃষক ভাই বোনদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞানী শান্তনু দাস মহাশয়। এই ধরনের অনুষ্ঠান কে কেন্দ্র করে গোটা মহকুমায় কৃষকদের কৃষি কাজের প্রতি আরও প্রবনতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞান মহল।
0 মন্তব্যসমূহ