শুভ দ্বারোদঘাটন করেন আগরতলা থেকে আগত বিশপ রেব বিশপ লুমেন মনট্রিয় মহাশয়।এছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা হলিক্রসের ফাদার অজিত মহাশয় এবং ফাদার তরুন মহাশয়।পানিসাগর হলিক্রসের প্রিন্সিপাল তথা এডমিনিস্ট্রেটর ফাদার ডেভিস মহাশয় এবং ভাইস প্রিন্সিপাল তথা এডমিনিস্ট্রেটর ফাদার স্বামী মহাশয় এবং পানিসাগর হলিক্রস স্কুলের ফাদার পি,বি,যোসেফ মহাশয় সহ স্হানীয় এলাকার উভয় অংশের জনগন।চার্চের পরিচালন কমিটির পক্ষথেকে জানানো হয় যে,২৪ ফুট প্রস্থ এবং ৫৬ ফুট দৈর্ঘের নবনির্মিত গীর্জা ঘড়টি নির্মান করতে সময় লাগে প্রায় দেড় বৎসর এবং আনুমানিক ব্যায় হয় প্রায় পনেরো লক্ষ টাকা।নবনির্মিত গীর্জা ঘরটি নির্মাণের প্রদেয় অর্থ এদের এলাকার সকল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছ থেকে সংগ্রহ করা।এছাড়া এলাকার বিওশালী পরিবার গুলো যে যার সাধ্য মতো নির্মান সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াতে তাদের স্বপ্ন বাস্তবে রুপ পেলো।
শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান মন্চে উপস্থিত বিশিষ্ট ফাদার গনের আলোচনার শেষ মুহুর্তে হালাম সম্প্রদায়ের চিরাচরিত প্রথায় নৃত্য পরিবেশিত হয়।সমাপ্তি লগ্নে উভয় অংশের উপস্থিত ধর্মপ্রান ভক্তদের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়।
0 মন্তব্যসমূহ