সেন্ট পাল কেথলিক চার্চের শুভ দ্বারোদঘাটন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২০ ডিসেম্বর
সোমবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত এ,ডি,সি,অধ্যুষিত ডলুবাড়ি রতাবিল গ্রামে গতকাল সকাল দশটা এিশ মিনিট নাগাদ অনুষ্ঠিত হয় সেন্ট পল্ কেথলিক চার্চের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান।

সামনেই বড়দিন,এমতাবস্থায় বড়দিনের প্রস্তুতি নিয়ে রাজ্যের আনাচে কানাচে থাকা খ্রীষ্টিয় ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব কে আলোকমালায় সাজিয়ে তোলার পাশাপাশি আরও একটি চার্চের শুভ দ্বারোদঘাটন হওয়াতে ভীষন খুশি এলাকার খ্রীস্টান ধর্মাবলম্বি জনগন।এবার থেকে বড়দিন পালনের উৎসব তাদের নীজ গ্রামেই মহা ধুমধামে পালিত হব।  এই দ্বারোদঘাটন অনুষ্ঠানে নবনির্মিত চার্চের

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

শুভ দ্বারোদঘাটন করেন আগরতলা থেকে আগত বিশপ রেব বিশপ লুমেন মনট্রিয় মহাশয়।এছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা হলিক্রসের ফাদার অজিত মহাশয় এবং ফাদার তরুন মহাশয়।পানিসাগর হলিক্রসের প্রিন্সিপাল তথা এডমিনিস্ট্রেটর ফাদার ডেভিস মহাশয় এবং ভাইস প্রিন্সিপাল তথা এডমিনিস্ট্রেটর ফাদার স্বামী মহাশয় এবং পানিসাগর হলিক্রস স্কুলের ফাদার পি,বি,যোসেফ মহাশয় সহ স্হানীয় এলাকার উভয় অংশের জনগন।চার্চের পরিচালন কমিটির পক্ষথেকে জানানো হয় যে,২৪ ফুট প্রস্থ এবং ৫৬ ফুট দৈর্ঘের নবনির্মিত গীর্জা ঘড়টি নির্মান করতে সময় লাগে প্রায় দেড় বৎসর এবং আনুমানিক ব্যায় হয় প্রায় পনেরো লক্ষ টাকা।নবনির্মিত গীর্জা ঘরটি নির্মাণের প্রদেয় অর্থ এদের এলাকার সকল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছ থেকে সংগ্রহ করা।এছাড়া এলাকার বিওশালী পরিবার গুলো যে যার সাধ্য মতো নির্মান সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াতে তাদের স্বপ্ন  বাস্তবে রুপ পেলো।
শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান মন্চে উপস্থিত বিশিষ্ট ফাদার গনের আলোচনার শেষ মুহুর্তে হালাম সম্প্রদায়ের চিরাচরিত প্রথায় নৃত্য পরিবেশিত হয়।সমাপ্তি লগ্নে উভয় অংশের উপস্থিত ধর্মপ্রান ভক্তদের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu