বাসের চালক অটোটিকে বাঁচাতে একেবারে রাস্তার পাশে চলে যায়। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও দুটি গাড়ির সংঘর্ষে অটোতে থাকা চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর জখম হয়েছে। সঙ্গে সঙ্গে আহতদের শনিছড়া হাসপাতলে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি দেখে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ অবধি শিলচরে রেফার করা হয়েছে অটোচালককে ।
আহতরা হলো ফরমান আলী, শাবানা বেগম, সুহানা বেগম,রেশমা বেগম ও হানাম উদ্দিন। অপরদিকে বাসচালক নরেশ সিংকে আটক করেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ