নাইট সুপার ও অটোরিকশার সংঘর্ষে আহত পাঁচ জন যাত্রী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২০ ডিসেম্বর
সোমবার

কদমতলা প্রতিনিধিঃ নাইট সুপার ও অটোরিকশার সংঘর্ষে আহত পাঁচ জন যাত্রী। এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে চুড়াইবাড়ি থানাধীন ৮নং জাতীয় সড়কের শনিচড়া এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, গতকাল সকাল আটটা নাগাদ স্থানীয় একটি TR05-2916 নম্বরের অটোরিকশা শনিচড়া এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল। তখন অটোটি হঠাৎ রাস্তায় মোড় নিতে গিয়ে গৌহাটি থেকে আসা একটি AS01LC-1412 নম্বরের নৈশবাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বাসের চালক অটোটিকে বাঁচাতে একেবারে রাস্তার পাশে চলে যায়। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও দুটি গাড়ির সংঘর্ষে অটোতে থাকা চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর জখম হয়েছে। সঙ্গে সঙ্গে আহতদের শনিছড়া হাসপাতলে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি দেখে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ অবধি শিলচরে রেফার করা হয়েছে অটোচালককে । 
আহতরা হলো ফরমান আলী, শাবানা বেগম, সুহানা বেগম,রেশমা বেগম ও হানাম উদ্দিন। অপরদিকে বাসচালক নরেশ সিংকে আটক করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu