নিজের শ্বাসনালী কেটে আত্মহত্যার চেষ্টা এক যুবকের-Sabuj Tripura

 


সবুজ ত্রিপুরা 
১৮ ডিসেম্বর
শানিবার

বিশালগড় প্রতিনিধিঃ আত্মহত্যার চেষ্টা প্রেমিকার অন্য যুবকের সাথে সম্পর্ক তা কিছুতেই মেনে নেওয়া যায়না।আর সেই প্রেমিকার সাথে অভিমান করে ব্লেড দিয়ে নিজের শ্বাসনালী কেটে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। 

ঘটনা বিশালগড় মহাকুমার কমলাসাগর বিধানসভা  পান্ডবপুর এস আর বি আই ইট ভাটার মধ্যে। সেই যুবকের নাম ছোটো ওৱাং বয়স ২২, ঘটনার বিবরণে জানা যায় পান্ডবপুর এস আর বি আই  ইট ভাটার মধ্যে ঝাড়খন্ড থেকে ছোটো ওরাং নামে এক যুবক শ্রমিক হিসেবে কাজ করতে আসে।  

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গত কয়েকদিন যাবত দুইজনের মধ্যে সম্পর্কের মধ্যে ছেদ পড়ে যাই। পরবর্তী সময়ে সেই যুবক ছোট উৱাং এৱ মোবাইলে তার প্রেমিকা সহ সেই যুবকের একসাথে ছবি তুলে সে ছবি পাঠায়।
পরবর্তী সময়ে অন্য শ্রমিকরা টের পেয়ে তার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu