তিন যুবকের দ্বারা আক্রান্ত দিবাঙ্গ ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণমূলক পরিদর্শনকারী দুটি বাস-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২২ ডিসেম্বর
বুধবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার প্রজেক্ট কো অর্ডিনেটর এর তত্বাবধানে সমগ্র শিক্ষার অঙ্গ হিসেবে উওর এিপুরা জেলা ভিওিক দিব্যাঙ্গ ছাএ ছাএিদের নিয়ে প্রশিক্ষণ মুলক পরিদর্শন কর্মসূচি পালিত হয়।

এই উপলক্ষে গতকাল সকাল থেকেই দপ্তরের পক্ষ থেকে দুটি বাসে করে প্রায় জনা চল্লিশের মতো দিব্যাঙ্গ ছাএ ছাএি সহ অভিবাবক অভিবাবিকা সমেত প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্ধ পানিসাগর পানিটিলা হকো পার্কে প্রদর্শন শেষে ফেরে যাবার পথে পানিসাগর বাজারে ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় আসতেই একটি বাইকে চেপে তিন যুবক গাড়িটি দাড় করিয়ে গাড়ি চালকের সাথে তর্কে লিপ্ত হয়।

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পরবর্তীতে দুটি বাস গাড়ি একটু এগিয়ে পানিসাগর উচ্ছতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসতেই আবারো তিন যুবক গাড়ি গুলিকে পাশ কাটিয়ে গাড়ির সামনে এসে বাইটি দার করিয়ে দেয়।গাড়ি চালক গাড়িটি দাড় করিয়ে তাদের জিজ্ঞেস করা মাএই কোন কিছু বুঝে উটার আগেই তিন যুবক মিলে বাস চালক এবং সহচালককে বেদড়ক আক্রমণ করে।শুধু তাই নয় তিন যুবকের আক্রমণ থেকে রক্ষা পায়নি দিব্যাঙ্গ ছাএ ছাএি সহ অভিবাবকগন।

মুহুর্তের মধ্যেই এলাকায় হৈচৈ রব পরে যাওয়াতে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পাততাড়ি গুটিয়ে পালিয়ে যায় তিন যুবক।তবে প্রত্যক্ষ দর্শিদের দেওয়া তত্বে যানা গেছে তিন যুবক স্হানীয় এলাকার বাসিন্দা।এদের মধ্যে এক যুবকের বাড়ি পানিসাগর মহকুমার বিলথৈ চানপুর এলাকায়,তার নাম বিষ্ণু নাথ,পিতা সুজয় নাথ।অপর জন রতন নাথ, আরেক জনের নাম জানা যায়নি।
ঘটনার পরপরই বিষয়টি নিকটস্থ শিক্ষা আধিকারিককে অবগত করলে তড়িঘড়ি ঘটনা স্হলে ছুটে আসেন শিক্ষা আধিকারিক শ্রীযুক্ত সুজিত রুদ্রপাল মহাশয় এবং পানিসাগর ব্লক কো- অর্ডিনেটর শ্রীযুক্ত কাজল কান্তি দাস মহাশয়। এরা বিষয়টি স্হানীয় আরক্ষা প্রশাসনকে বিষয়টি জানালে ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ।তবে অভিযুক্ত দের পাকরাও করতে পারেনি।গাড়িতে থাকা অভিবাবকরা জানায় বাইকে থাকা তিন যুবক নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলো।আক্রান্ত গাড়ি চালক সহ চালক থেকে শুরু করে অভিবাবক সহ শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ মুলে পানিসাগর থানা আক্রমণ কারি তিন যুবক কে পাকরাও করতে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu