এতে ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। অপর দিকে ধাক্কা দিয়ে অল্টো গাড়িটি অন্যত্র চলে যায়। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহত গুলজারীলাল কানুকে প্রথমে অসমের বাজারীচড়া হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি দেখে শিলচর নার্সিংহোম স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা জানান তার বাঁ পা ভেঙ্গে যায়। হতদরিদ্র গুলজারীলাল কানু উন্নত চিকিৎসা করাতে পারছে না বলে জানান উনার বিকলাঙ্গ স্ত্রী। অপরদিকে প্রত্যক্ষদর্শীরা গাড়ির চালককে চিনতে পেরে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বাজারিছড়া থানায় একটি মামলা দায়ের করে আহতের স্ত্রী।যার নম্বর ২৬৭/২১ ও ভারতীয় দণ্ডবিধির ২৭৯/৩৩৮ ধারা। পুলিশ অবশ্যই কৈরীর সেই গুণধর ছেলে তথা দুর্ঘটনাকারী গাড়ি চালককে গ্রেপ্তার করবে বলে জানায়।
গ্রামবাসীরা আরো জানান, ওই বিজেপি নেত্রী শিপ্রা কৈরী এবং ওনার ছেলের জ্বালায় একেবারে অতিষ্ঠ। কিছুদিন পূর্বেও এলাকাতে আরো একটি দুর্ঘটনা ঘটেছিল সেখানেও দুর্ঘটনাকারী ঘাতক চালককে বাঁচাতে কোমর বেঁধে ময়দানে নেমে ছিলেন ওই নারী নেত্রী। এককথায় শাসক দলের ক্ষমতা বলে উনি যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন এলাকায় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা ।
0 মন্তব্যসমূহ