বেতন বঞ্চিতদের মধ্যে একটা অংশ রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী অংশের কর্মী।তাই সামনেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান এবং শ্রেষ্ঠ উৎসব বড়দিন।এই মুহুর্তে দাড়িয়ে এরা পরেছে গভীর বিপাকে।অথচ দেখা গেছে পানিসাগর আর,ডি ব্লকের আওতাধীন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জনগনের উন্নয়ন মূলক কাজ কর্মের উপর এই রেগা কর্মচারীদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।এরাও বিশাল পরিমান দায়িত্ব নিয়ে গ্রাম পঞ্চায়েত গুলোর শ্রমজীবি অংশের জনগনের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলোছেন।এরপরও বিগত নভেম্বর মাসের পাওনা মাশুয়ারা বর্তমান ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অতিবাহিত হলেও তাদের ভাগ্যে জোটেনি।এরই ফলশ্রুতিতে গতকাল সংঘবদ্ধভাবে রেগা কর্মে নিযুক্ত পানিসাগর ব্লক এলাকার সকল কর্মচারীগন পানিসাগর বি,ডি,ও,এর নিকট ডেপুটেশন প্রদান করেন।
জানা গেছে শারিরীক অসুস্থতার দরুন চিকিৎসা জনিত কারনে তিনি অনুপস্থিত থাকায় বাধ্যহয়ে ডেপুটেশন টি হস্তান্তর করের উনার দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট।রেগা প্রকল্পে নিযুক্ত কর্মচারিগন আশা প্রকাশ করেন যে,অচিরেই তাদের জীবন বঞ্চনার দিকটি চিন্তা করে যাতে অবিলম্বেই তাদের প্রতি বি,ডি,ও,মহোদয় সহনশীলতার হাত বাড়িয়ে দেন।
0 মন্তব্যসমূহ