বেতন বঞ্চনার প্রতিবাদ জানিয়ে মেমোরেন্ডাম প্রদান পানিসাগর ব্লকের অন্তর্গত রেগা কর্মচারীদের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৩ ডিসেম্বর
বৃহস্পতিবার

পানিসাগর প্রতিনিধিঃ  উওর জেলার পানিসাগর ব্লকের অন্তর্গত রেগা কর্মচারিরা বেতন বঞ্চনার প্রতিবাদ জানিয়ে গতকাল পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক  তথা রেগা প্রজেক্টের প্রোগ্রাম অফিসার শ্রীযুক্ত হোমাগ্নী ভট্টাচার্য্যের নিকট ডেপুটেশন প্রদান করেন। 

উক্ত ডেপুটেশন প্রদানে উপস্হিত ছিলেন পানিসাগর ব্লক এলাকার প্রতিটি পঞ্চায়েতে রেগা প্রজেক্টে কর্মরত প্রায় জনা পচিশের মতো কর্মচারি গন।এদের অভিযোগ,বিগত নভেম্বর মাসের বেতন তারা ডিসেম্বর মাস গড়িয়ে গেলেও এখনো পায়নি।এতেকরে প্রতিটি রেগা কর্মী তাদের পরিবারের একমাএ অবলম্বনশীল হওয়াতে পরিবারের ভরনপোষণ জোগাতে হিমসিম খাচ্ছেন।

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বেতন বঞ্চিতদের মধ্যে একটা অংশ রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী অংশের কর্মী।তাই সামনেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান এবং শ্রেষ্ঠ উৎসব বড়দিন।এই মুহুর্তে দাড়িয়ে এরা পরেছে গভীর বিপাকে।অথচ দেখা গেছে পানিসাগর আর,ডি ব্লকের আওতাধীন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জনগনের উন্নয়ন মূলক কাজ কর্মের উপর এই রেগা কর্মচারীদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।এরাও বিশাল পরিমান দায়িত্ব নিয়ে গ্রাম পঞ্চায়েত গুলোর শ্রমজীবি অংশের জনগনের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলোছেন।এরপরও বিগত নভেম্বর মাসের পাওনা মাশুয়ারা বর্তমান ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অতিবাহিত হলেও তাদের ভাগ্যে জোটেনি।এরই ফলশ্রুতিতে গতকাল সংঘবদ্ধভাবে রেগা কর্মে নিযুক্ত পানিসাগর ব্লক এলাকার সকল কর্মচারীগন পানিসাগর বি,ডি,ও,এর নিকট ডেপুটেশন প্রদান করেন।
জানা গেছে শারিরীক অসুস্থতার দরুন চিকিৎসা জনিত কারনে তিনি অনুপস্থিত থাকায় বাধ্যহয়ে ডেপুটেশন টি হস্তান্তর করের উনার দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট।রেগা প্রকল্পে নিযুক্ত কর্মচারিগন আশা প্রকাশ করেন যে,অচিরেই তাদের জীবন বঞ্চনার দিকটি চিন্তা করে যাতে অবিলম্বেই তাদের প্রতি বি,ডি,ও,মহোদয় সহনশীলতার হাত বাড়িয়ে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu