মোট ৪০৬টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ৬৬টি সেন্টারে পরীক্ষায় বসবে। মাধ্যমিকের ক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩,১৮০ জন। মোট ১০২৬ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৮২টি সেন্টারে পরীক্ষায় বসবে। তিনি জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এবং মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।
শিক্ষামন্ত্রী জানান, এবছর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা টার্ম ওয়ান পরীক্ষা হবে ৫০ নম্বরের ভিত্তিতে। কলা বিভাগের ক্ষেত্রে ৪০ নম্বর থিউরি এবং ১০ নম্বর থাকবে অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ৩৫ নম্বর থাকবে থিউরি এবং ১৫ নম্বর থাকবে প্র্যাকটিক্যালের উপর। তিনি জানান, এই টার্ম ওয়ান পরীক্ষার ক্ষেত্রে এবছর মধ্যশিক্ষা পর্ষদ মোট সিলেবাসের ৩০ শতাংশ কমিয়ে ৭০ শতাংশ সিলাবাসের অর্ধেক অংশের উপর পরীক্ষা নেবে।
0 মন্তব্যসমূহ