ভাগ্যের কি পরিহাস ওই রমণীর কপালে জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর। অথচ ওই রমণীর পরিবারে রয়েছে চারজন সদস্য। সরকারি ঘর না পেয়ে পরিবারের লোকজনরা ভাঙ্গা কুঁড়েঘরে দিন গুজরান করছে কায় ক্যাসের মধ্য দিয়ে।
দুস্থ পরিবারের রমণী একটি সরকারি ঘর পাওয়ার জন্য এডিসি ভিলেজ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে জুতোর সুখতলা ক্ষয় পেলেও ওই রমণীর কপালে জোটেনি সরকারি ঘর। সুর্দু করকরি এডিসি ভিলেজ প্রশাসন থেকে বারবার জানিয়ে দেওয়া হয় ওই উপজাতি রমণীকে সরকারি ঘর দেওয়া হবে পরে। আদতে বাম আমলের বাম নেতারা বামের নামাবলী গায়ে জড়িয়ে আশ্বাস দিয়ে যেত বেনিফিসারী দের, আর সেই পথ অনুসরণ করল রাম আমলের নেতারা। কারণ নেতাদের আংগুলের হেলেনে চলে প্রশাসন এমনটাই ওই পরিবারের ধারণা।
0 মন্তব্যসমূহ