পালন করা হলো বিশ্ব দিব্বাঙ্গ দিবস-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

০৩ ডিসেম্বর

শুক্রবার

বিশালগড়  প্রতিনিধিঃ শুক্রবার ছিল ৩ রা ডিসেম্বর অর্থাৎ বিশ্ব দিব্বাঙ্গ দিবস। এদিন সারা বিশ্বের  সাথে  বিশালগড় নারিমঙ্গল স্কুল সংলগ্ন বিজেপি সিপাহীজলা

উত্তরাঞ্চল জেলা কমিটির  কার্যালয়ে বিজেপি  সিপাহীজলা উত্তরাঞ্চল জেলা কমিটির দিব্বাঙ্গ সেলের উদ্যোগে পালন করা হয় বিশ্ব দিব্বাঙ্গ দিবস। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলা কনভেনার উত্তম দেবনাথ, রাজ্য কমিটির সদস্য বিপুল ভৌমিক, অলক আচার্য্য সহ অন্যান্য সদস্যরা।

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এদিন আলোচনা করতে গিয়ে রাজ্য কমিটির সদস্য বিপুল ভৌমিক বলেন আমরা  দিব্বঙ্গরা সমাজে অন্তিম পর্যায়ের ব্যাক্তি , দিব্বাঙ্গদের কীভাবে উন্নতি করা যায় এবং দিব্বাঙ্গদের যে  আশা আকাঙ্খা গুলি রয়েছে সেগুলি বাস্তবায়িত করতে ভারতীয় জনতা পার্টির মন্ডল স্তর থেকে প্রদেশ স্তরের নেতৃত্বরা দিব্বাঙ্গদের কথা ভাবছেন, তিনি আরো বলেন আগামী জানুয়ারি মাসেই দিব্বাঙ্গদের ভাতা ২

হাজার হতে যাচ্ছে, তিনি বলেন ভারতীয় জনতা পার্টির সরকার সাধারন মানুষের স্বার্থে কাজ করছে এবং আগামী দিনেও করবে। এদিন এই অনুষ্ঠানে জেলার বহু  দিব্বাঙ্গরাও  উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu