ব্রাউনসুগার সহ আটক শিলচর-আগরতলা ট্রেনের ২ যাত্রী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
 ৩০ ডিসেম্বর

বৃহস্পতিবার

ধর্মনগর  প্রতিনিধিঃ রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই বিপ্লব দেবের সরকার নেশা মুক্ত  ত্রিপুরার ডাক দিয়েছে।  ফলে নেশার কবল থেকে রাজ্যের যুবকদের রক্ষা 

করতে রাজ্যের পুলিশ প্রতিনিয়ত রাজ্যের সর্বত্র নেশা বিরোধি অভিযান জারি রেখেছে তারি অঙ্গ হিসেবে  আবারো  বড় সরো সাফল্য পেলো উত্তর জেলার পুলিশ।  গোপন খবরের ভিত্তিতে শনিবার দুপুরে শিলচর-আগরতলা যাত্রীবাহী ট্রেনের দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হলো আনুমানিক ২৫ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। এই ঘটনায় 

গোটা ধর্মনগরে চাঞ্চল্য ছড়িয়েছে ।এই পুলিশি অভিযানের নেতৃত্ব ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী। এসপি চক্রবর্তী জানিয়েছেন ,পুলিশের কাছে আগাম খবর ছিল শিলচর আগরতলা যাত্রীবাহী ট্রেনে করে নেশা কারবারিরা বহু পরিমাণ নেশা সামগ্রী নিয়ে ধর্মনগরে আসছে। সে মোতাবেক শনিবার সকাল থেকেই গোয়েন্দা পুলিশ ধর্মনগর রেল স্টেশনের চারিদিকে উৎপেতে বসে ছিল। দুপুর সাড়ে বারোটা নাগাদ শিলচর-আগরতলা ট্রেনটি 
ধর্মনগর এসে পৌঁছলে ঐ ২ কারবারি  ধর্মনগর স্টেশন থেকে নেশা সামগ্রীসহ স্টেশন থেকে বের হতেই পুলিশ তাঁদের আটক করে । তাদের কাছ থেকে উদ্ধার হয় আনুমানিক প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার ।কালো  বাজার যার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন এসপি ভানুপদ চক্রবর্তী ।নেশা সামগ্রীসহ আটক ২ কারবারিরা হলেন আব্দুর শুক্কুর ও মনোজ তেলেঙ্গা । তাদের দুজনের বাড়ি অসমের পাথারকান্দি এলাকায়।পুলিশ একটি এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।এই ঘটনায় গোটা ধর্মনগর রেল স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu