ধর্মনগরে রাষ্ট্রীয় ও রাজ্য শিশু সুরক্ষায় কমিশনের কর্মশালা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩০ ডিসেম্বর

বৃহস্পতিবার

ধর্মনগর  প্রতিনিধিঃ  ধর্মনগরে বিদ্যা ভারতীর পক্ষ থেকে  ভারতীয় মজদুর সংঘের কনফারেন্স হলে বুধবার  রাষ্ট্রীয় শিশু সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 


উদ্যোগে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে মাদক দ্রব্যের  অপব্যবহার এবং অবৈধ পাচারের উপর  কর্মপরিকল্পনা। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ ,উত্তর জেলা 

পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ,জেলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন উদয় শংকর নাথ ,জেলা পঞ্চায়েত আধিকারিক  গৌতম চৌধুরী ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডঃ পুনম মুখার্জি এবং বিভিন্ন দপ্তর ও এনজিওদের ১৭ টি দল। নিলিমা ঘোষ জানান ইতিমধ্যেই দক্ষিণ জেলা, পশ্চিম জেলা এবং গতকাল ধলাই জেলা এই কর্মশালা হয়ে গেছে । আজ উত্তর জেলা সদর ধর্মনগরের বি এম এস হলে এই 
কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে যে শিশুদের মধ্যে ইদানিং ড্রাগসের প্রতি আসক্তি দিনে দিনে বেড়েই চলেছে,তাদেরকে কিভাবে ড্রাগস থেকে দূরে রাখা যায় তা নিয়ে এই কর্মশালা বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া ইদানিং  শিশু পাচার একটি বড় সমস্যা হয় দাঁড়িয়েছে। রাজ্যের ক্ষেত্রে নাবালক নাবালিকাযা টাকা রোজগারের জন্য রাজ্য ছেড়ে বহি রাজ্য না বুঝে পাড়ি দিচ্ছে। ফলাফল বহু ক্ষেত্রেই বেদনাদায়ক হয়ে দাঁড়াচ্ছে। উল্লেখ্য ইদানিং কাঞ্চনপুরের শরণার্থী শিবির থেকে পালিয়ে যাওয়া শিশুদেরকে ঘুরিয়ে এনে উত্তর জেলাশাসকের হাত ধরে যার যার ঘরে ফিরিয়ে দেওয়া হয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu