ধর্মনগরের উচ্ছেদকৃত হকারদের বিকল্প ব্যবস্থার ঘোষনা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
 ৩০ ডিসেম্বর

বৃহস্পতিবার

ধর্মনগর  প্রতিনিধিঃ ধর্মনগরের যত্রতত্র বাজার গজিয়ে উঠায় দীর্ঘদিন যাবত  সমস্যায় পথচারি থেকে শুরু করে  যানচালকরা। যা ধর্মনগরের একটি বহু পুরনো সমস্যা। 

বাম আমলেও বহু পরিকল্পনা গ্রহন করলেও বাস্তবে তা ফলপ্রসূ হয়নি। এবার ধর্মনগর পুরপরিষদ শাসক দল বিজেপির দখলে যেতেই পরপরিষদের প্রথম পদক্ষেপ হিসেবে ধর্মনগরের বিভিন্ন জায়গা জবরদখল মুক্তকরা হুরু হয় । এই পদক্ষেপ নিতেই ধর্মনগরের যত্রতত্র যেমন বাবুরবাজার , শিববাড়ি , পদ্মপুর সহ বিভিন্ন এলাকায় গজিয়ে উঠা বাজার গুলো বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ঐসকল বাজারের উচ্ছেদকৃত দোকানিরা বিকল্প ব্যবস্থার দাবি জানিয়ে গত 

২৭ ডিসেম্বর বিকেলে ধর্মনগর, জেলাশাসকের কার্যালয়ের সম্মুখে পথ অবরোধ করেন। অবশেষে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে প্রায় দুঘন্টা পর পথ অবরোধ মুক্ত হয়। এ বিষয় নিয়ে গতকাল বিকেল পাঁচটায় ধর্মনগর পুরপরিষদের  কার্যনির্বাহী আধিকারিক তথা ধর্মনগরের মহকুমা শাসক একটি সাংবাদিক সম্মেলন করে জানান। ধর্মনগরের বিভিন্ন এলাকার জবর দখলকারী ব্যবসায়ীদের বিগত সময়ে একাধিকবার দখলমুক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল ।পরবর্তীতে ধর্মনগরের উন্নয়নের স্বার্থে 
তাদের জবরদখল করা স্থানগুলো থেকে প্রশাসনিকভাবে উচ্ছেদ করা হয়।তিনি আরো জানান, হকারদের উচ্ছেদ করার আগেই নবনির্বাচিত পুরপরিষদের সদস্যগন এই উচ্ছেদকৃত হকারদের কথা চিন্তা করে বিভিন্ন বাজারে ব্যাবস্থা করা শুরু করে। খুব শীঘ্রই তাদের বিকল্প ব্যবস্থা দেওয়া হবে। বাবুর বাজার , শিববাড়ি বাজার অফিসটিলা বাজারের মৎস ও মাংস বিক্রেতাদের ধর্মনগর ব্ড় বাজারে ব্যাবস্থা দেওয়া হবে। সবজি ব্যবসায়ীদের টাউন মাঠে ব্যাবস্থা দেওয়ার পরিকল্পনা রয়েছে। উচ্ছেদকৃত হকারদের মধ্যে অনেকজন রয়েছেন আসামের বাসিন্দা। তাই প্রথমে স্থানীয় হকারদের বিকল্প জায়গাগুলোতে ব্যবস্থা করে দেওয়া হবে এবং ধাপে ধাপে অনান্য হকারদের বিকল্প জায়গা দেওয়া হবে ব্যবসার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu