উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক যুব উৎসব সম্পন্ন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
 ৩০ ডিসেম্বর

বৃহস্পতিবার

ধর্মনগর  প্রতিনিধিঃ মঙ্গলবার উত্তর ত্রিপুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও উওর ত্রিপুরা জেলা পরিষদের যৌথ উদ্যোগে এবং যুবরাজনগর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হাফলং বিদ্যালয়ের ময়দানের অস্থায়ী  মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো উত্তর 


ত্রিপুরা জেলা ভিত্তিক যুব উৎসব ২০২১।যুব উৎসবের  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি ভবতোষ দাস,ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু রানী নাথ,যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস এবং সাংস্কৃতিক সংগঠক দিপাল দাস সহ অনান্যরা। বিধায়ক তথা উদ্বোধক বিশ্ববন্ধু সেন বলেন আগামীতে 

ছাত্রছাত্রী সহ যুবক যুবতিদের আরো অধিক সংখ্যায় যুবোৎসবে উপস্থিত করানোর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ছাত্রদের পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হওয়ার অনুরোধ করেন তিনি।মঙ্গলবার সকালে যুব উৎসবের উদ্বোধন কালে উপস্থিত দর্শক ও শিল্পীদের হার কমথাকায় উদ্বোধক ক্ষোভ ব্যাক্ত করেন। তিনে বলেন একাংশ কর্মচারীরা সরকারী অনুষ্ঠানের প্রতি গুরুত্ব কম দেওয়ায় উৎসবের মান তলানিতে যাচ্ছে। সেই বিষয় গুলো 

আগামী লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেন তিনি। মঙ্গলবার হাফলং বিদ্যালয়ের অস্থায়ী মুক্তমঞ্চের সাথে সাথে সারাদিন ব্যাপি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা হাফলং চিন্তালোহার মঞ্চে অনুষ্ঠিত হয়। জানা গেছে বিভিন্ন বিষয় মিলে এই উত্তর জেলা যুব উৎসবে প্রায় দু শতাধিক প্রতিযোগি-প্রতিযোগিনিরা অংশ নেন। কিন্তু কিছু কিছু বিষয়ে যেমন মনিপুরি নৃত্য,  আকস্মিক বক্তৃতা,  সেতারে অংশ গ্রহনকারি না থাকায় বিষয় গুলো বাদ দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকেই দুই মঞ্চে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার শেষে সন্ধায় ফলাফল ঘোষনা হয়। যারাই বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী কাল অর্থাৎ বুধবার আগরতলায় আয়োজিত রাজ্যস্তরের যুব উৎসবে অংশ গ্রহণের জন্য রওনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu