সমবায় সমিতির মাধ্যমে সহজেই আত্রনির্ভর হওয়া যায় : সমবায় মন্ত্রী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

০৮ ডিসেম্বর

বুধবার

নিজেস্ব  প্রতিনিধিঃ সঠিক পরিকল্পনা নিয়ে সমবায় সমিতির মাধ্যমে সহজেই আত্রনির্ভর হওয়া যায়। এই কাজে সরকার সবসময়

জনগণের পাশে থাকবে। আজ সমবায় দপ্তর ও ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্ক আয়োজিত সমবায় সমিতির সদস্যদের এক সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল। আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

                                 হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


কর্মশালায় সমবায় মন্ত্রী শ্রীপাল বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। গ্রামের অন্তিম ব্যক্তিও সমবায়ের মাধ্যমে এগিয়ে যেতে পারে ও আর্থিক ভাবে আত্রনির্ভর হতে পারে। তিনি বলেন, ব্যক্তি ও পরিবার স্বাবলম্বী হলেই সমাজ শক্তিশালী হয়। সমাজ শক্তিশালী হলে রাজাও আত্মনির্ভর হয়ে উঠবে। 

সমবায় সমিতি গঠন করে নানা ধরণের কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। কর্মশালায় উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার জনার্ধন বোস। কর্মশালায় আলোচনায় অংশ নেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের আধিকারিকগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu