ফলে এই সেন্টারে ব্লক এলাকার মোট ১০ টি বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা এসে সেখানে পরিক্ষা দেয়। এই দিন দুপুরে পরিক্ষা চলাকালে ব্লক স্কুল ইনস্পেক্টর স্বপন বাবু ত্রিপুরা দর্পণ প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে এই সব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, বক্সনগর দ্বাদশের এই পরিক্ষা সেন্টারে ২৪০ টি করে দুই সেট প্রশ্নপত্র রয়েছে। তবে সব মিলিয়ে বক্সনগর দ্বাদশের এই দিনের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়।
0 মন্তব্যসমূহ