বক্সনগর দ্বাদশে নির্বিগ্নে সম্পন্ন মাধ্যমিক পরিক্ষা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৮ ডিসেম্বর
শানিবার

বক্সনগর প্রতিনিধিঃ রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বৃহস্পতিবার বক্সনগর দ্বাদশে অনুষ্ঠিত হয় মাধ্যমিকের টার্ম ওয়ানের প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা। এই দিনের এই সেন্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫৮ জন। 

এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ২১০ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ২৪০ জন।  তবে পরীক্ষায় মোট ৬ জন অনুপস্থিত ছিল এই ছয় জনের মধ্যে ৪ জন ছাত্রী এবং  ২ জন ছাত্র। অর্থাৎ মোট ২৫২ জন পরীক্ষার্থী এই দিনের এই পরীক্ষায় পরীক্ষা দেয়।তবে বক্সনগর ব্লকের উত্তরাঞ্চলে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি হলো একমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সেন্টার।  

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ফলে এই সেন্টারে ব্লক এলাকার মোট ১০ টি বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা এসে সেখানে পরিক্ষা দেয়। এই দিন দুপুরে পরিক্ষা চলাকালে ব্লক স্কুল ইনস্পেক্টর স্বপন বাবু ত্রিপুরা দর্পণ প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে এই সব তথ‍্য জানিয়েছেন। 

তিনি আরও জানিয়েছেন, বক্সনগর  দ্বাদশের এই পরিক্ষা সেন্টারে ২৪০ টি করে দুই সেট প্রশ্নপত্র রয়েছে। তবে সব মিলিয়ে বক্সনগর দ্বাদশের এই দিনের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu