সভায় স্বাগত ভাষন রাখেন সোনামুড়ার গর্ব ডঃ মুস্তফা কামাল সাহেব তিনি রাজ্যের সংখ্যা লঘু দের ইতিহাস তুলে ধরেন। এিপুরা রাজ্যের মুসলিম ছাএ ছাএীরা বর্তমানে পেশাগত শিক্ষা যেমন ডাক্তারি ইন্জিনিয়ারিং বিভিন্ন ক্ষেএে এিপুরর মান সম্মানকে আরও শ্রী বৃদ্ধি করেছে।
সভায় এলাকার চার মন্ডলের তথা সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার সমাজ সেবকদের সংবর্ধনা দেওয়া হয়।আজকের সভায় সংখ্যা লঘু অংশের মানুষের উপস্থিতি ছিল চুখে পরার মত।এই সভায় বরনায়ন এর একটি মাদ্রাসাকে দশম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণিতে করার প্রতিশ্রুতি করেন। আরও আবেদন করেন সোনামুড়া মহকুমায় ভাল মানের দুয়েকটা ইংলিশ মিডিয়াম বিদ্যালয় করার জন্য।
0 মন্তব্যসমূহ