নেশা বিরোধী অভিযানে সাফল্য বিএসএফের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
 ৩০ ডিসেম্বর

বৃহস্পতিবার

বক্সনগর প্রতিনিধিঃ প্রত্যেকদিন রাজ্যের কোথায়ও না কোথায় বিভিন্ন মাদকদ্রব্য  উদ্ধারের ঘটনা শোনা যাচ্ছে। একের পর এক চলছে অভিযান। পুলিশ মুখ বুজে সহ্য করলোও কিন্তু বিএসএফ কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন।

একদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছেন। অন্যদিকে মাদক মাফিয়ারা তাকে জলাঞ্জলি দিয়ে অবাধে মাদক দ্রব্য কারবার সহ গাঁজা চাষ বুক ফুলিয়ে করে যাচ্ছেন।তা থেকে বাদ যাচ্ছেনা নেতা বাবুরাও। সাম্প্রতিক ১৫০ ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছেন।বিশেষ করে সোনামুড়া 

মহাকুমার বিভিন্ন সীমান্ত এলাকা গুলি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার নেশা দ্রব্য।এমনই একটি বড় সাফল্য পেল ১৫০ ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা।ঘটনার বিবরণে জানা যায় গত ২৮ শে ডিসেম্বর সন্ধ্যা সাত ঘটিকার সময় সোনামুড়া থানাধিন ১৫০ ব্যাটেলিয়ান কমলনগর আনন্দপুর বিওপির বিএসএফ এর গলাচিপা বিওপির কোম্পানি কমান্ডার অখিলেশ যাদবের নেতৃত্বে বিএসএফ জওয়ানরা কমলনগর আনন্দপুর বাংলাদেশ সীমান্তে লচারবাড়ি স্কুলের পেছনে মাদক পাচারকারীরা মাদক পাচার করার জন্য মজুদকৃত ট্যাবলেট কাউন্টিং করছিল। আর তখনই জওয়ানরা তাদের মাদক আখড়ায় 
হানা দিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।যার বাজার মূল্য ১ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা।ঐদিন রাত্রেই আবার প্রায় ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৫ লক্ষ ৭৮ হাজার ১৩৮ টাকা।ঠিক তার একদিন আগে মলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া একটি পরিত্যক্ত জায়গা থেকে নয়টি নীল রঙের ড্রামে প্রায় ৩৩২ কেজি শুকনু গাঁজা উদ্ধার করা হয়।যার বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা।বুধবার সকাল ১২ ঘটিকার সময় গোকুলনগরস্থিত বিএসএফ সেক্টর অ্যাডমিনিস্ট্রেশন হলে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের বিএসএফের সাফল্য তুলে ধরেন ডি আই জি শ্রী রাকেশ রঞ্জন লাল।তিনি জানান ২০২১ সালে সর্ব মোট ২৭ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।যার মধ্যে ছিল গাঁজা এক হাজার কেজি, বাজার মূল্য ছিল প্রায় সাত কোটি টাকার,ইয়াবা ট্যাবলেট তিন কোটি ৬৫ লক্ষ ২৩ হাজার তিনশ আটষট্টি টাকা,সীমান্তে পাচারকৃত গরু ছিল ১৯০৩ টি।যার বাজার মূল্য ছিল ১ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা, তাছাড়া ছিল ফেন্সি, এসকফ ও তিন কোটি টাকার কাপড়। গোকুলনগর সেক্টরের ডিআইজি তাদের সাফল্যের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি আরো বলেন আগামী নতুন বছরে ২০২১ সালের থেকেও বেশি অভিযান করে মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন পূরণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu