বিশালগড় প্রতিনিধিঃঘটনা বিশালগড় মহকুমার মধুপুর থানার অন্তর্গত পুরাতল রাজনগর এলাকার নির্মল দাসের পুকুরে। অভিযোগ একদল দুষ্কৃতিকারীদের দ্বারাই উনার এই সর্বনাশ হলো। খবরে প্রকাশ মঙ্গলবার গভীর রাতে পুরাতল
রাজনগর এলাকার বাসিন্দা নির্মল দাসের পুকুরে সকলের অলক্ষে দুষ্কৃতিকারীরা এসে বিষ ঢেলে দেয়, যার ফলে উনার পুকুরের প্রচুর মাছ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ নির্মল দাসের স্ত্রী জানায় রাজনৈতিক কারণেই হয়তো দুষ্কৃতিকারীরা তাদের
এই সর্বনাশ করেছে। উনার স্ত্রীর দাবি পুলিশ যেনো দোষীদের কঠোর শাস্তি দেয়। এদিকে এলাকাবাসীদের বক্তব্য পূর্বের শত্রুতার জেরে হয়তো দুষ্কৃতিকারীরা নির্মল দাসের
এই ক্ষতি করেছে। তবে এখন দেখার বিষয় মধুপুর থানায় এই ব্যাপারে জানানোর পর থানার পুলিশ এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে ।
0 মন্তব্যসমূহ