গোপন সংবাদের ভিত্তিতে মাটির নিচ থেকে উদ্ধার ড্রাম ভর্তি গাঁজা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৭ ডিসেম্বর
শুক্রবার

বক্সনগর  প্রতিনিধিঃ গাঁজায় ভাসছে সোনামুড়া মহাকুমা এলাকা।সোনামুড়া মহাকুমার বিভিন্ন থানা এলাকা গুলিতে গাঁজা চাষের রমরমা।এরমধ্যে সোনামুড়া,যাত্রাপুর,মেলাঘর, কলমচৌড়া থানা এলাকা গুলিতে গাঁজা চাষ ও কারবারের

বাড়াবাড়ি বেশি চলছে বলে খবর। তবে এই গাঁজা চাষ ও গাঁজা কারবার রোধে রাজ্য পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনীরা তৎপর চালিয়ে যাচ্ছে। মুশকিল হল এই তৎপরতার পরও সোনামুড়া মহাকুমা এলাকায় গাঁজা বাণিজ্য লাগাম টানা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই সীমান্তরক্ষী বাহিনী গাজা বিরোধী অভিযান সহ বিভিন্ন নেশা সামগ্রী অভিযান চালাচ্ছে।প্রাপ্ত খবর অনুসারে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফের ১৫০ ব্যাটেলিয়ান জওয়ানরা কলমচৌড়া থানা এলাকায় দায়িত্ব নিয়ে এলেই গাঁজা বিরোধী

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অভিযান শুরু হয় ব্যাপকভাবে।সামগ্রিকভাবে বাহিনীর এই ব্যাটেলিয়ান সীমান্তে পাচার রোধে নিয়মিত তৎপর চালায়।নতুন করে বক্সনগর এলাকায় ১৫০ ব্যাটালিয়ন বাহিনী  দায়িত্ব নেওয়ার পর থেকেই আগের মত পাচার বিরোধী তৎপরতা শুরু করেছে।এর অঙ্গ হিসেবে মঙ্গলবার সীমান্তে আশাবারি বিওপির জওয়ানদের  উদ্যোগে বক্সনগর পশ্চিম পাড়া এলাকার এক পরিত্যক্ত বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় বাহিনী।এই অভিযানে দুইটি নীল রঙ্গের ড্রামে ৮২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ছিলেন বক্সনগর বিওপির এ সি অশুক মোডায়াল, বিনোদ মিনা, জি ব্রাঞ্চের এসআই অভিশেক পান্ডে সহ আরও অনেকে।অপরদিকে এদিন রাতে রহিমপুর সীমান্ত এলাকার ১৬৬ নাম্বার গেইটের পাশাপাশি স্থানে পাচারবিরোধী অভিযান করার জন্য বিএসএফের এসআই অভিষেক পান্ডে, ইন্সপেক্টর যোগেন্দ্র যাদব সহ জওয়ানরা

উৎ পেতে বসে।রাত আনুমানিক আটটা নাগাদ পাচারকারীরা সীমান্তের কাঁটাতারের বেড়া উপর দিয়ে পাচার করার সময় মিলেছে কয়েকটি কাগজে প্যাকেটিং অবস্থায় ৪০ কেজি শুকনো গাঁজা। পড়ে তা বাজেয়াপ্ত করে আসাবাড়ি বি ও পি তে নিয়ে আসে।সব মিলিয়ে ১২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে জওয়ানরা।যার বাজারজাত মূল্য ছয় লক্ষ দশ হাজার টাকা বলে জানান জওয়ানরা।গত দু'মাসে ১৫০ ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানদের সফলতা লক্ষণীয়। তবে কিছু কিছু স্থানে বিএসএফের বিক্ষিপ্ত কিছু ঘটনাও ঘটে চলছে।তা আগাআমি দিনে প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu